Ajker Patrika

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ার্ড সচিবকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ার্ড সচিবকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, দুদকের ফাঁদ অভিযানে গতকাল বুধবার দুপুরে ঘুষের টাকা নেওয়ার সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ছিল জানিয়ে আকতারুল ইসলাম বলেন, সবুজবাগের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরও জানতে পারেন যে কুতুবউদ্দিন সোহেল আগত সব সেবাপ্রার্থীর কাছ থেকেই ছাড়পত্র দেওয়া বাবদ ঘুষ হিসেবে এ রূপ টাকা নিয়ে থাকেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনতেই মো. সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত