Ajker Patrika

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা নিবেদন

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

আজ মঙ্গলবার ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউর সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। 

এ সময় ডিআরইউর সহসভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, এস কে রেজা পারভেজ ও মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ) উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, সিনিয়র সদস্য আমান-উদ-দৌলা, স্থায়ী সদস্য মানিক লাল ঘোষ ও এনায়েত শাওন উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত