Ajker Patrika

শাশুড়িকে ফোন দিয়ে আত্মহত্যা করলেন জামাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শাশুড়িকে ফোন দিয়ে আত্মহত্যা করলেন জামাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যক্তির (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার রেললাইন বটতলা এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

নিহত তসলিম হোসেন লিটন লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার চর আবাবিল এলাকার মতি মিয়ার ছেলে। তিনি তৃতীয় স্ত্রীকে নিয়ে বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

গৃহবধূর মায়ের বরাতে পুলিশ জানায়, লিটন স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি ময়মনসিংহের দিকে রওনা দেয়। বেলা ১১টার দিকে লিটন তাঁর শাশুড়িকে ফোন করে জানায় তাঁর মেয়ে বের হয়ে গেছে, তাই সে এখন আত্মহত্যা করবে। 

জামাতার কথা শুনে দ্রুত তাঁর শাশুড়ি বাড়ির মালিককে বিষয়টি অবগত করেন। পরে তিনি অন্যদের সহায়তায় ঘরের দরজা ভেঙে লিটনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক বাপ্পী বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম এসে লাশের সুরতহাল করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উভয় পক্ষের পরিবারকে থানায় ডাকা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত