Ajker Patrika

ভিসার মেয়াদ শেষ, এখন কোথায় যাব?

আজাদুল আদনান, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮: ১৯
ভিসার মেয়াদ শেষ, এখন কোথায় যাব?

টিভিতে খবর দেখে গত দুই দিন ধরে করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে পড়ে আছি। কিন্তু হচ্ছে না। এখন বলে এক কথা, কিছুক্ষণ পর আরেক কথা। গতকাল আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, এখন আমি কোথায় যাব? দেশের জন্য আমরা এত কিছু করি, তাহলে দেশ আমাদের জন্য এতটুকু করতে পারছে না? 
খুব আক্ষেপ করে কথাগুলো বলছিলেন দুবাই প্রবাসী রমজান আলী।

এক মাসের ছুটি নিয়ে গত মার্চে দেশে এসেছিলেন এই প্রবাসী। কিন্তু প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কর্মস্থলে ফিরতে পারেননি তিনি।

একদিকে টিকার জটিলতা, অন্যদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষা নিয়ে চরম বিপাকে পড়েছেন রমজান।

বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হচ্ছে গণমাধ্যমে এমন খবর জানতে পেরে গতকাল শনিবার থেকে বিমানবন্দরেই আছেন এই প্রবাসী। ভিসার মেয়াদ শেষ হওয়ায় কর্মস্থলে ফিরতে পারবেন কি-না  তা নিয়ে  দুশ্চিন্তায় তিনি।

আজকের পত্রিকাকে রমজান আলী বলেন, গতকাল আমার ফ্লাইট ছিল। কিন্তু করোনা পরীক্ষা করতে না পারায় যেতে পারিনি। এখন ভিসার মেয়াদ শেষ, তাহলে আমি কি যেতে পারব না? ১৩ বছর ধরে দুবাই থাকি, সেখানে এখনো অনেক টাকা আমার পড়ে আছে, না ফিরতে পাররে সেগুলো পাব না।

আক্ষেপ করে তিনি বলেন, আমার মতো হাজারো প্রবাসী বিদেশে থাকি, আমাদের টাকায় দেশের অর্থনীতি চলে, তাহলে আমাদের জন্য এতটুকুও করা হবে না? আমরা প্রবাসীরা কান্নাকাটি করছি, কই কেউ তো কোনো  ব্যবস্থা নিচ্ছে না।

শুধু রমজান নন, তার মতো অনেকে ভিসার মেয়াদ হারিয়ে বিভিন্ন মাধ্যমে নিজের কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন।

বিষয়টি নিয়ে কথা হলে বেসামরিক সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রবাসীদের করোনা পরীক্ষায় বিমানবন্দরে ল্যাব (পরীক্ষাগার) স্থাপন হলেও  আপাতত পরীক্ষামূলক পরীক্ষা চালানো হচ্ছে। ইতিমধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সন্ধ্যার আগে তাদের ফলাফল পাওয়ার কথা রয়েছে।

গতকাল শনিবার সরেজমিনে ল্যাব ঘুরে দেখা যায়, বিমানবন্দরের দ্বিতীয় তলায় স্বাস্থ্যসেবার পাশে বেশ খোলামেলা ভাবে পরীক্ষাগার গুলো স্থাপন করা হয়েছে। মূল কার্যক্রম চালু হতে আরও কিছুটা সময় লাগবে। নিচ তলায় ছয়টি প্রতিষ্ঠানের ১২টি ল্যাব আছে। প্রতিবারে একেকটি মেশিনে অন্তত ৯৪টি পরীক্ষা করা যাবে। 

বিমানবন্দরে দায়িত্বরত স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম আজকের পত্রিকাকে বলেন, যেহেতু ল্যাব জটিলতায় অনেকের ভিসা মেয়াদ শেষ হয়েছে, টিকিট বাতিল করতে হয়েছে। তাই, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটা ব্যবস্থা নেওয়া হবে।
 
এ ব্যাপারে মুঠোফোনে অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে স্থাপিত ল্যাবে করোনা পরীক্ষা চালুর কথা জানিয়েছে সরকার। আজ রোববার পরীক্ষামূলক পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টার পর এমন সিদ্ধান্তের ঘোষণা আসে সংশ্লিষ্টদের থেকে। এদিন বিমানবন্দরে করোনা পরীক্ষার প্রস্তুতি দেখতে আসেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

এ সময় তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে প্রবাসীদের জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষার সুবিধা চালু হচ্ছে। ইতিমধ্যে। সকালে বিমান বন্দরের ৯৬ কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বারবার সময় পেছানোর কারণ জানতে চাইলে সিভিল সার্জন বলেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে একটু সময় লাগছে। তবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  দুই থেকে আড়াই ঘণ্টায় প্রবাসীদের করোনা পরীক্ষার ফল দেওয়া যাবে। তবে ফি কত সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি।

 চলমান করোনা মহামারিতে দেশে এসে আটকা পড়েন কয়েক হাজার প্রবাসী। ভাইরাসটির প্রকোপ কমায় কর্মস্থলে ফিরতে মরিয়া প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু আগস্টে আরব আমিরাতের যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরের পরীক্ষাগারে নমুনা পরীক্ষার শর্তে বাঁধে বিপত্তি। কেননা, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের কোনটিতেই এমন সুবিধা নেই।

 বিমানবন্দরে দ্রুত পিসিআর মেশিন স্থাপনের দাবি জানিয়ে কয়েক দফা আন্দোলন করেন প্রবাসীরা। পরে গত ৬ সেপ্টেম্বর এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারপরও সেটি এক সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত