পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই প্রায় এক শ রোগীকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
হাসপাতালগুলোতে শয্যা-সংকটের কারণে রোগীরা মেঝে, বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দৃশ্য দেখা গেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৫ হাজার ৩৯৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ হাজার ১৬৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৪ জন। তাঁদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১৩৪ রোগী।
বাউফল উপজেলার কালিশ্বরি ইউনিয়ন থেকে আসা জালাল উদ্দিন (৬৫) বলেন, ‘১২ দিন যাবৎ পাতলা পায়খানা। ওষুধ খাই, কমে বাড়ে, কিন্তু একেবারে যায় না। তাই গতকাল হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এখন কিছুটা ভালো।’
দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের বাসিন্দা সালমা ইসলাম (২৯) বলেন, ‘হঠাৎ করে পেট খারাপ হয়েছে। সম্ভবত গরমের কারণে। তিন দিন হইছে হাসপাতালে ভর্তি। বেড পাই নাই। বারান্দায় নিচে বিছানা করে আছি। হাসপাতালের যে অবস্থা, তাতে ডায়রিয়া আরও বাড়বে।’
এদিকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য জেলায় ১০০০ সিসি স্যালাইন ২ হাজার ৬২৩ ব্যাগ এবং ৫০০ সিসি স্যালাইন ৩ হাজার ৩৯৩ ব্যাগ মজুত রয়েছে, যা পর্যাপ্ত নয়। তাপপ্রবাহ অব্যাহত থাকলে এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে স্যালাইনের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। রোগীর চিকিৎসায় কলেরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক স্যালাইন—সবকিছু হাসপাতাল থেকে সরবরাহ করি।’
এই চিকিৎসক জানান, রোগীরা যেন ফের নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত না হন সে জন্য তাঁদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরমের কারণে লোকজন রাস্তার পাশে যেসব শরবত পান করেন, তা বিশুদ্ধ পানির না হওয়ায় এবং পচাবাসি খাবারের কারণেও ডায়রিয়া ছড়াতে পারে। ডায়রিয়া থেকে মুক্ত থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা আবশ্যক।
পটুয়াখালীতে প্রচণ্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই প্রায় এক শ রোগীকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
হাসপাতালগুলোতে শয্যা-সংকটের কারণে রোগীরা মেঝে, বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দৃশ্য দেখা গেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৫ হাজার ৩৯৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ হাজার ১৬৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৪ জন। তাঁদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১৩৪ রোগী।
বাউফল উপজেলার কালিশ্বরি ইউনিয়ন থেকে আসা জালাল উদ্দিন (৬৫) বলেন, ‘১২ দিন যাবৎ পাতলা পায়খানা। ওষুধ খাই, কমে বাড়ে, কিন্তু একেবারে যায় না। তাই গতকাল হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এখন কিছুটা ভালো।’
দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের বাসিন্দা সালমা ইসলাম (২৯) বলেন, ‘হঠাৎ করে পেট খারাপ হয়েছে। সম্ভবত গরমের কারণে। তিন দিন হইছে হাসপাতালে ভর্তি। বেড পাই নাই। বারান্দায় নিচে বিছানা করে আছি। হাসপাতালের যে অবস্থা, তাতে ডায়রিয়া আরও বাড়বে।’
এদিকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য জেলায় ১০০০ সিসি স্যালাইন ২ হাজার ৬২৩ ব্যাগ এবং ৫০০ সিসি স্যালাইন ৩ হাজার ৩৯৩ ব্যাগ মজুত রয়েছে, যা পর্যাপ্ত নয়। তাপপ্রবাহ অব্যাহত থাকলে এবং ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে স্যালাইনের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। রোগীর চিকিৎসায় কলেরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক স্যালাইন—সবকিছু হাসপাতাল থেকে সরবরাহ করি।’
এই চিকিৎসক জানান, রোগীরা যেন ফের নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত না হন সে জন্য তাঁদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরমের কারণে লোকজন রাস্তার পাশে যেসব শরবত পান করেন, তা বিশুদ্ধ পানির না হওয়ায় এবং পচাবাসি খাবারের কারণেও ডায়রিয়া ছড়াতে পারে। ডায়রিয়া থেকে মুক্ত থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা আবশ্যক।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৩৫ মিনিট আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৪১ মিনিট আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
১ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৩ ঘণ্টা আগে