Ajker Patrika

ডিএসসিসিতে ৭টি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ বাস্তবায়ন করা হবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ১৬: ৪৯
ডিএসসিসিতে ৭টি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ বাস্তবায়ন করা হবে: মেয়র তাপস

ঐতিহ্যবাহী স্থাপনা, এলাকার সংরক্ষণ ও উন্নয়ন ঘটিয়ে এবং দেশি-বিদেশি পর্যটনের উপযোগী করে ঢাকাকে সাজানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার হেরিটেজ বলয়-৫ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। 

একে একে সব হেরিটেজ বলয়ের কাজ বাস্তবায়ন করা হবে উল্লেখ করে মেয়র আরও বলেন, ঢাকায় গেজেটভুক্ত ৭৪টি ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে ৬৬টির অবস্থান দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রয়েছে। এগুলোসহ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনাকে নিয়ে সাতটি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা যাতে দেশি-বিদেশি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করছি। একজন পর্যটক কীভাবে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ভ্রমণ করবেন এবং তার যাতায়াত, খাবারসহ অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেই আমরা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে পর্যটকেরা যাতে ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা ও এলাকাগুলো সম্পর্কে যাতে জানতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।’ 

এ সময় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, ‘এর আগে আমরা অনেক মেয়র পেয়েছি। কিন্তু কেউই ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে এভাবে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করেননি। সুতরাং, হেরিটেজ বলয়গুলো বাস্তবায়ন করা গেলে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য যেমন সংরক্ষিত হবে, তেমনি পর্যটনেরও বিকাশ ঘটবে।’

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মেয়র লালবাগ দুর্গ পরিদর্শনে যান। সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধে লালবাগ দুর্গের পুকুর ও ফোয়ারা সংস্কারের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অর্থায়ন করা হবে বলে জানান তিনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই সংস্কারকাজ বাস্তবায়ন করবে। পরে মেয়র লালবাগ-কামরাঙ্গীচরের শ্মশানঘাট ও বেড়িবাঁধ পরিদর্শনে যান। সেখানকার উন্নয়নকাজ দ্রুত শেষ করার তাগিদ দেন মেয়র। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও নকশা বিভাগের ডিন অধ্যাপক আবু সায়িদ এম আহমেদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত