Ajker Patrika

বাংলাদেশকে ১ কোটি ৪০ লাখ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে ১ কোটি ৪০ লাখ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ফাইজার করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) আওতায় এ টিকা বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের মত। গতকাল (মঙ্গলবার) করোনায় দুজন মারা গিয়েছেন।’ 

করোনা এবং বিভিন্ন বিষয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। 
বৈঠকে করোনার টিকাকে জনসাধারণের পণ্য এবং সব দেশের জন্য সহজলভ্য করার দাবি জানায় বাংলাদেশ। সেই সঙ্গে করোনার টিকা উৎপাদনে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা এবং উৎসাহ দিতেও দাবি জানায় বাংলাদেশ, যাতে দেশেই স্থানীয় ভাবে এটি উৎপাদন করা যায়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান যে এরই মধ্যে বাংলাদেশ ৭ কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। আর ৩ কোটি ২০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। ১৬ কোটি ৫০ লাখ মানুষ কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকা দিতে বাংলাদেশের আরও টিকা দরকার বলে বৈঠকে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত