অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম জানাজা হয়। সেখান থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা ইউনিয়নে হামলাখোলা গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শহীদ মিনারে জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তারেকুল ইসলাম (তারেক রেজা)। গতকাল রাত ১২টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারেক উল্লেখ করেন, ‘আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই। বড় ইনজুরি ছিল না।’
স্ট্যাটাসে তারেক আরও উল্লেখ করেন, ‘হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিল। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এ অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা সিএমএইচে নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাঁকে সিএমএইচের এইচডিউতে নেওয়া হয়। একটু আগে ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
শহীদ মিনারে জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম জানাজা হয়। সেখান থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা ইউনিয়নে হামলাখোলা গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শহীদ মিনারে জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তারেকুল ইসলাম (তারেক রেজা)। গতকাল রাত ১২টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারেক উল্লেখ করেন, ‘আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই। বড় ইনজুরি ছিল না।’
স্ট্যাটাসে তারেক আরও উল্লেখ করেন, ‘হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিল। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এ অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা সিএমএইচে নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাঁকে সিএমএইচের এইচডিউতে নেওয়া হয়। একটু আগে ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
শহীদ মিনারে জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে