Ajker Patrika

হালুয়াঘাটে ভাতিজার কিলঘুষিতে চাচার মৃত্যুর অভিযোগ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিলঘুষিতে মাহবুল আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাহবুল আলম একই গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত জুনাইদ (৩০) মাহবুলের চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এলাকাবাসী, মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুল আলম ও আবু বক্কর সিদ্দীকের পরিবারের মধ্যে বিরোধ চলছে। আজ সকালে মাহবুল বাড়ির পাশে একটি গোয়ালঘর বানাতে চাইলে তাতে বাধা দেন আবু বক্কর। এ সময় দুই পক্ষের মধ্যে কলহ বেধে যায়। একপর্যায়ে জুনাইদ চাচা মাহবুলকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এতে মাহবুল অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাহবুল আলমের ছেলে মুরাদ, রিয়াদ, ছোট ভাই রেজাউল করিম, এনামুল হক এবং রেজাউলের স্ত্রী নুরজাহান আহত হন। আহতদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছেলে মুরাদ হোসেন বলেন, ‘আমি আমার বাবার হত্যকারীদের সঠিক বিচার চাই।’

হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত