Ajker Patrika

জয়বাংলা স্লোগান দিয়ে বুয়েটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলেন ১১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২১: ৫০
জয়বাংলা স্লোগান দিয়ে বুয়েটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলেন ১১ শিক্ষার্থী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সিদ্ধান্তের পর বুয়েট শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফুল দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।

আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তাঁরা। ফুল দেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ফুল দেওয়ার পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করার পর বিকেলে শহীদ মিনারে জড়ো হন কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁরা বুয়েটে ছাত্ররাজনীতি চালু হওয়ায় উচ্ছ্বাস জানান।

এ সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ কনক আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান প্রতিনিধি হচ্ছে ছাত্র সংসদ। আমাদের একাডেমিক কাউন্সিলে সবার প্রতিনিধি আছে, শিক্ষার্থীদের নেই। দীর্ঘদিন ধরে ইউকসু না থাকার কারণে কোনো প্রতিনিধি নেই।’

আজ সোমবার বিকেলে বুয়েট শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফুল দেন একদল শিক্ষার্থী।তিনি আরও বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ’৯০-এর পর ছাত্র সংসদগুলো অকার্যকর হয়ে পড়লেও বুয়েটে ২০০১ সাল পর্যন্ত ইউকসু নির্বাচন হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত যেন ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।’

কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাসিন আজফার পান্থ বলেন, ‘২০১৯ সাল থেকে বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতির চর্চাটা নাই। দেখা যাচ্ছে, ছাত্রলীগ একটা অপরাধে জড়িয়েছে, তার মানে এই নয় যে আর কেউ ছাত্রলীগ করতে পারবে না। কিংবা ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। এই জিনিসটা তো অন্যায় হয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত