অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ ১০-১২ জন সেখানে উপস্থিত হয়ে উচ্চবাচ্য করেন। বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
জানা যায়, ডক্টর অব মেডিসিন (এমডি) এবং মাস্টার্স অব সার্জারি (এমএস) রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা কয়েকজন চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে হলের বাইরে হট্টগোল করেন।
তাঁদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় টিকেও তাঁরা ভর্তি হতে পারেনি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তাঁরা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাঁদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতে হবে। এ সময় তাঁরা সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী বিএসএমএমইউর প্রক্টর শেখ ফরহাদের কর্মীরা সকালে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অনুসারীরাও সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষুব্ধরা বিএসএমএমইউতে কর্মরত। আগে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। আবার পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেনি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চায়। যে বিষয়ে দাবি করা হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। সব কিছু আইন ও নীতিমালা অনুযায়ী হয়।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ ১০-১২ জন সেখানে উপস্থিত হয়ে উচ্চবাচ্য করেন। বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
জানা যায়, ডক্টর অব মেডিসিন (এমডি) এবং মাস্টার্স অব সার্জারি (এমএস) রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা কয়েকজন চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে হলের বাইরে হট্টগোল করেন।
তাঁদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় টিকেও তাঁরা ভর্তি হতে পারেনি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তাঁরা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাঁদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতে হবে। এ সময় তাঁরা সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী বিএসএমএমইউর প্রক্টর শেখ ফরহাদের কর্মীরা সকালে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অনুসারীরাও সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষুব্ধরা বিএসএমএমইউতে কর্মরত। আগে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। আবার পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেনি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চায়। যে বিষয়ে দাবি করা হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। সব কিছু আইন ও নীতিমালা অনুযায়ী হয়।’
ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। উড়োজাহাজস্বল্পতার দোহাই দিয়ে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলো। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে।
১২ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে নিষিদ্ধঘোষিত আ.লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে শ্যামপুর থানার রাত্রিকালীন টহল ও স্পেশাল ডিউটি টিম এই অভিযান চালায়।
২০ মিনিট আগেময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
২১ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে