Ajker Patrika

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৪, ২২: ৩৯
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালতের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে ভুক্তভোগীর বয়স ছিল ১৫ বছর। সে তখন একটি কারখানায় চাকরি করত। পরিবারের অন্য সদস্যরাও ওই কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত সজীব ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশি বসবাস করত। ঘটনার দিন সকালে ভুক্তভোগী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে রেখে কর্মস্থলে চলে যায়। 

এ সময় ঘরের দরজা খোলা পেয়ে সজীব ঘরের ভেতরে প্রবেশ করে এবং ভুক্তভোগীর হাত পা বেঁধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত