Ajker Patrika

ভৈরবে রেল দুর্ঘটনায় আওয়ামী লীগের শোক প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভৈরবে রেল দুর্ঘটনায় আওয়ামী লীগের শোক প্রকাশ 

কিশোরগঞ্জের ভৈরবে রেল দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আজ সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ শোকবার্তা পাঠান। 

ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ, সংগঠনটির সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী এবং জনগণকে উদ্ধার তৎপরতায় অংশ নিতে অনুরোধও জানিয়েছেন ওবায়দুল কাদের। 

গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে ওবায়দুল কাদের নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

ওবায়দুল কাদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী এবং জনগণকে উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে। 

এদিকে আজ বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরবে এগারো সিন্দুর ট্রেনের সঙ্গে কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত