Ajker Patrika

রাজধানীতে রমজানের বাজার: যেসব স্থানে স্বল্প দামে যা যা মিলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৪: ৩৫
রাজধানীতে রমজানের বাজার: যেসব স্থানে স্বল্প দামে যা যা মিলবে

আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

কম দামে পাওয়া যাবে যেসব পণ্য: 
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে। 

এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে। 

রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে। 

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো: 

 (১) নতুনবাজার (বাড্ডা)
 (২) কড়াইল বস্তি (বনানী) 
 (৩) খামারবাড়ী (ফার্মগেট) 
 (৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর) 
 (৫) গাবতলী
 (৬) দিয়াবাড়ী (উত্তরা)
 (৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর) 
 (৮) ষাট ফুট রোড (মিরপুর)
 (৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে) 
 (১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড) 
 (১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
 (১২) আরামবাগ (মতিঝিল)
 (১৩) রামপুরা
 (১৪) কালশি (মিরপুর) 
 (১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে) 
 (১৬) বসিলা (মোহাম্মদপুর)
 (১৭) হাজারীবাগ (সেকশন) 
 (১৮) লুকাস (নাখালপাড়া) 
 (১৯) আরামবাগ (মতিঝিল) 
 (২০) কামরাঙ্গীরচর চর
 (২১) মিরপুর ১০
 (২২) কল্যাণপুর (ঝিলপাড়া) 
 (২৩) তেজগাঁও 
 (২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার) 
 (২৫) কাকরাইল। 

স্থায়ী বাজারঃ 

 (১) মিরপুর শাহ আলী বাজার 
 (২) মোহাম্মদপুর কৃষি মার্কেট 
 (৩) নতুন বাজার (১০০ ফুট) 
 (৪) কমলাপুর
 (৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)। 

মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে: 

ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
 মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়। 

প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত