নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
কম দামে পাওয়া যাবে যেসব পণ্য:
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে।
রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো:
(১) নতুনবাজার (বাড্ডা)
(২) কড়াইল বস্তি (বনানী)
(৩) খামারবাড়ী (ফার্মগেট)
(৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
(৫) গাবতলী
(৬) দিয়াবাড়ী (উত্তরা)
(৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর)
(৮) ষাট ফুট রোড (মিরপুর)
(৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে)
(১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড)
(১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
(১২) আরামবাগ (মতিঝিল)
(১৩) রামপুরা
(১৪) কালশি (মিরপুর)
(১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে)
(১৬) বসিলা (মোহাম্মদপুর)
(১৭) হাজারীবাগ (সেকশন)
(১৮) লুকাস (নাখালপাড়া)
(১৯) আরামবাগ (মতিঝিল)
(২০) কামরাঙ্গীরচর চর
(২১) মিরপুর ১০
(২২) কল্যাণপুর (ঝিলপাড়া)
(২৩) তেজগাঁও
(২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
(২৫) কাকরাইল।
স্থায়ী বাজারঃ
(১) মিরপুর শাহ আলী বাজার
(২) মোহাম্মদপুর কৃষি মার্কেট
(৩) নতুন বাজার (১০০ ফুট)
(৪) কমলাপুর
(৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে:
ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।
প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।
আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
কম দামে পাওয়া যাবে যেসব পণ্য:
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে।
রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো:
(১) নতুনবাজার (বাড্ডা)
(২) কড়াইল বস্তি (বনানী)
(৩) খামারবাড়ী (ফার্মগেট)
(৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
(৫) গাবতলী
(৬) দিয়াবাড়ী (উত্তরা)
(৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর)
(৮) ষাট ফুট রোড (মিরপুর)
(৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে)
(১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড)
(১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
(১২) আরামবাগ (মতিঝিল)
(১৩) রামপুরা
(১৪) কালশি (মিরপুর)
(১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে)
(১৬) বসিলা (মোহাম্মদপুর)
(১৭) হাজারীবাগ (সেকশন)
(১৮) লুকাস (নাখালপাড়া)
(১৯) আরামবাগ (মতিঝিল)
(২০) কামরাঙ্গীরচর চর
(২১) মিরপুর ১০
(২২) কল্যাণপুর (ঝিলপাড়া)
(২৩) তেজগাঁও
(২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
(২৫) কাকরাইল।
স্থায়ী বাজারঃ
(১) মিরপুর শাহ আলী বাজার
(২) মোহাম্মদপুর কৃষি মার্কেট
(৩) নতুন বাজার (১০০ ফুট)
(৪) কমলাপুর
(৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে:
ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।
প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।
একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশ কাটিয়ে চাপাতিধারী ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে। পথচারীদের কেউ কেউ ছিনতাইয়ের ঘটনা দেখলেও তাঁরা কেউ এগিয়ে যাননি।
২ মিনিট আগেনাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগে