Ajker Patrika

রাজধানীর দক্ষিণখানে ড্রেনের জালে পড়ে ছিল নবজাতকের মরদেহ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর দক্ষিণখানে ড্রেনের জালের ওপর থেকে এক সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণখানের মৌশাইরের আর্মি সোসাইটির ৩৫৬ নম্বর বাসার পেছনের ফাঁকা জায়গা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সরেজমিনে দেখা যায়, বাড়ির পেছনের একটি ড্রেনে থাকা জালের ওপরে পরে রয়েছে। নবজাতকের নাড়িও কাটা হয়নি। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান মৌশাইরের একটি বাড়ির পেছনের ফাঁকা জায়গা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা জানা যায়নি।’ 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত