নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন নামক পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। বিদেশিরা বাংলাদেশের সত্যিকার চিত্র বুঝে গেছে। যার ফলে তারাও বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায়।
আজ শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার চর নগরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। যার ফলে উন্নয়নশীল দেশের জোট ব্রিকসের সদস্যপদ পায়নি।
মঈন খান আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের ১২ কোটি ভোটার যাকে খুশি তাকে ভোট দেবে। রাজনীতিকের পরীক্ষা হচ্ছে ভোট। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে কেন? গণতন্ত্র কারও ব্যক্তিগত বা কোনো দেশের বিষয় নয়। গণতন্ত্র হচ্ছে একটি বৈশ্বিক ইউনিভার্সেল বিষয়। দুনিয়ার সব মানুষ, সব জায়গায় গণতন্ত্রের দাবি জানাতে পারে, সেটাই তারা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ দেশের দরিদ্র মানুষ আজকে বাজারে গিয়ে বাজার করতে পারে না, বাজারের ব্যাগ শূন্য হাতে নিয়ে ফিরে আসতে হয়। কারণ, দেশের অর্থনীতি আজ সরকারের দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ অনেকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন নামক পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। বিদেশিরা বাংলাদেশের সত্যিকার চিত্র বুঝে গেছে। যার ফলে তারাও বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায়।
আজ শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার চর নগরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। যার ফলে উন্নয়নশীল দেশের জোট ব্রিকসের সদস্যপদ পায়নি।
মঈন খান আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের ১২ কোটি ভোটার যাকে খুশি তাকে ভোট দেবে। রাজনীতিকের পরীক্ষা হচ্ছে ভোট। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে কেন? গণতন্ত্র কারও ব্যক্তিগত বা কোনো দেশের বিষয় নয়। গণতন্ত্র হচ্ছে একটি বৈশ্বিক ইউনিভার্সেল বিষয়। দুনিয়ার সব মানুষ, সব জায়গায় গণতন্ত্রের দাবি জানাতে পারে, সেটাই তারা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ দেশের দরিদ্র মানুষ আজকে বাজারে গিয়ে বাজার করতে পারে না, বাজারের ব্যাগ শূন্য হাতে নিয়ে ফিরে আসতে হয়। কারণ, দেশের অর্থনীতি আজ সরকারের দুর্নীতির কারণে ধ্বংস হয়ে গেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ অনেকে।
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
১৭ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেবেলা তখন ১টা ১৫-এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
৩০ মিনিট আগে