Ajker Patrika

টাঙ্গাইলে সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলে সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ঈদের দিন আজ সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় এই নির্দেশ জারি করে।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব ধরনের সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত