ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন।
নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়।
সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২০টি গরু ও ২টি মহিষ নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরিচা লঞ্চঘাটের দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা দুটি গরু নিখোঁজ থাকলেও বাকি গরু-মহিষ উদ্ধার করা হয়েছে। ট্রলারচালক ও ব্যাপারীদেরও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীরহাট থেকে মো. আফজাল হোসেন তার ট্রলারে ২০টি গরু ২টি মহিষ নিয়ে আরিচার উদ্দেশে রওনা হন।
নদীর মাঝপথে হঠাৎ গরুবোঝাই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরিচা লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যমুনা নদীতে হঠাৎ সামনের দিক থেকে আসা আরেকটি খালি ট্রলার রাতের অন্ধকারে গরুবোঝাই ট্রলারকে সজোরে ধাক্কা দেয়।
সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, গরু-মহিষ ও ট্রলারে থাকা মানুষদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি গরু নিখোঁজ রয়েছে বলে জানান ব্যাপারীরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিখোঁজ দুটি গরুর সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ব্যাপারীরা। আমরা তাঁদের কথা অনুযায়ী গরু দুটি উদ্ধারের চেষ্টা করছি।
নোয়াখালীতে একটি কলেজে অধ্যয়নরত ছাত্রকে অন্য একটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলে সাংগঠনিক নিয়ম ভেঙে কেন্দ্রীয় কমিটি থেকে এমন কমিটি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
৩৪ মিনিট আগে‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগে