প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘আপনারা হলেন আমাদের প্রিয়জন, আমাদেরকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আর আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনজন। আমরা যখন খোঁজ-খবর নেই, আপনাদের সুখ-দুঃখের খবর রাখি, তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খোঁজ-খবর নেই। পরবর্তীতে জানতে চান ওঁদের (আপনাদের) কী অবস্থা, ওঁরা কেমন আছে।’
আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমতনগর গুচ্ছগ্রামের ঈদ সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এই উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। এই আপনারা যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানা তৈরি হয়। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুন্দর ভবিষ্যৎ যাতে তৈরি হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেন। যাঁরা আমরা সংসদ সদস্য আছি, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি যাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দেন। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।’
এ সময় উপস্থিত ছিলেন—শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘আপনারা হলেন আমাদের প্রিয়জন, আমাদেরকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আর আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনজন। আমরা যখন খোঁজ-খবর নেই, আপনাদের সুখ-দুঃখের খবর রাখি, তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খোঁজ-খবর নেই। পরবর্তীতে জানতে চান ওঁদের (আপনাদের) কী অবস্থা, ওঁরা কেমন আছে।’
আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমতনগর গুচ্ছগ্রামের ঈদ সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এই উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। এই আপনারা যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানা তৈরি হয়। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুন্দর ভবিষ্যৎ যাতে তৈরি হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেন। যাঁরা আমরা সংসদ সদস্য আছি, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি যাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দেন। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।’
এ সময় উপস্থিত ছিলেন—শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে