Ajker Patrika

সখীপুরে শেয়ালের আক্রমণে আহত ৮ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে শেয়ালের আক্রমণে আহত ৮ 

টাঙ্গাইলের সখীপুরে শেয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার বানিয়ারছিট ও মাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শেয়ালের আক্রমণে আহত ব্যক্তিরা হলেন—প্রকৌশলী আল-আমিন (২৮), তাঁর মা রোকেয়া বেগম (৫০), শরীফ মিয়া (৩০), জুলহাস মিয়া (৩২), আসলাম (১৯), শাহিন (২০) ও আনিসকে (৪০) ও আবদুল আলীম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শেয়াল হঠাৎ আক্রমণ করে উপজেলার মাচিয়া গ্রামের প্রকৌশলী আল-আমিন, তাঁর মা রোকেয়া বেগমসহ শরীফ, জুলহাস, আসলাম, শাহিন ও আনিসকে আহত করে। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে রাত ৩টার দিকে বানিয়ারছিট বাজারের নৈশপ্রহরী আবদুল আলীমকে একটি শেয়াল কামড় দেয়। পরে স্থানীয়রা শেয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলে। স্থানীয়দের ধারণা শেয়ালটি পাগলাটে হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মনিরুল ইসলাম বলেন, আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত