Ajker Patrika

রায়পুরায় স্কুল মাঠে অবৈধ পশুর হাট, ২ যুবকের দণ্ড 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় স্কুল মাঠে অবৈধ পশুর হাট, ২ যুবকের দণ্ড 

নরসিংদীর রায়পুরায় প্রশাসনের অনুমতি ছাড়া বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে মাঠে পশুর হাট বসানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে হাট বন্ধ করে দেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-ওই এলাকার তানভীর (২৫) ও হৃদয় (২২)।

আজ বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্কুলটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। ঈদ সামনে রেখে আজ স্কুল মাঠে পশুর হাট বসানো হয়। এর আগে দুপুর ১টার দিকে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল ছুটি ও মাঠে পশুর হাটের ব্যাপারে জানতে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম বলেন, স্কুলের নিয়মিত পাঠদান আজ চালু রয়েছে। বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠে কোনো পশুর হাট বসতে পারে না। এরপরও যদি সরকার পশুর হাটের জন্য লিজ (ইজারা) দেয় তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটু সেক্রিফাইস করতেই পারে। তবে এমনিতে হঠাৎ করে স্কুল মাঠে পশুর হাট বসানোর কোনো নিয়ম নাই। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল মাঠে একটা গরু ঢোকানোর কাহারও সাধ্য নাই। তাহলে উনি আইনগত সমস্যায় পড়ে যাবেন। বিষয়টি দেখছি।

বিদ্যালয় মাঠে পশুর হাট। ছবি: আজকের পত্রিকাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী মোবাইলে বলেন, প্রতি বছরই ঈদে একদিন পশুর হাট বসে। এখানে শুধু মাত্র স্কুলের মাঠ ব্যবহারের জন্য স্কুলের সভাপতির অনুমতি নিলেই হয়। কিন্তু এবার ইউএনও বলেছেন ডিসির কাছ থেকে অস্থায়ী বাজারের জন্য আবেদন লাগবে। এটা তারা জানতেন না। এরপরও আবেদন করেছি কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে অনুমতি পাইনি। যেহেতু মাইকিং করা হয়েছে তাই ক্রেতা বিক্রেতা এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শফিকুল ইসলাম বলেন, অবৈধ হাট থেকে অবৈধ ইজারার রশিদ কাটা অবস্থায় দুইজনকে আটক করি। পরে হাট বন্ধে নির্দেশনা দিয়ে এসেছি। সরকারি বিধি ভঙ্গের অভিযোগে ১৮৮ ধারায় অভিযুক্ত করে দুই জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত