জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহযোগীদের নিয়ে ছাত্রলীগ নেতা মোস্তাফিজের সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় অছাত্রমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয় অছাত্রমুক্ত করতে টালবাহানা করা হলে এক দফা আন্দোলনের হুমকি দেন তাঁরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা।
এ সময় ইতিহাস বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘সিন্ডিকেট থেকে অভিযুক্তদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিছু ত্রুটি রয়েছে। সেটা দূর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে অছাত্ররা হলে বসবাস করছে। তাদের বিতাড়িত করা ছাড়া কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন অতীতের মতো টালবাহানা করলে আমরা একদফা আন্দোলনে যাব।’
ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী বলেন, ‘রাষ্ট্রীয় আইনে ধর্ষক মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ বিচার চাই। পাশাপাশি ধর্ষককে পালিয়ে যেতে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহায়তা করে থাকলে তদন্তসাপেক্ষে তাঁদের বিচার চাই। ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমরা জাগ্রত থাকব।’
মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাসিবুর রহমান বলেন, ‘ধর্ষক কিন্তু একদিনে তৈরি হয় না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন ধর্ষক তৈরি হয়। একজন ছাত্রের ধর্ষক বা নিপীড়ক তৈরির প্রক্রিয়া শুরু হয় গণরুমে প্রবেশের মধ্য দিয়ে। গণরুমের পরিবেশ তার পড়াশোনাকে ধ্বংস করে দেয়। ফলে সে চরম হতাশার মধ্য দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে ৷ যার চূড়ান্ত পরিণতি ঘটে ধর্ষণ, খুন, ছিনতাইয়ের মাধ্যমে। তাই নিপীড়ক তৈরির প্রক্রিয়া বন্ধ করতে হবে।’
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘আমরা দুঃখিত, লজ্জিত ও ক্ষুব্ধ। কিছু কুলাঙ্গার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। বিশ্ববিদ্যালয়ে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।’
এর আগে বেলা ১১টায় একই দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সিনেটররা।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন আবাসিক হলসংলগ্ন জঙ্গলে স্বামীকে জিম্মি করে বহিরাগত নারীকে ধর্ষণ করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহযোগীদের নিয়ে ছাত্রলীগ নেতা মোস্তাফিজের সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় অছাত্রমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয় অছাত্রমুক্ত করতে টালবাহানা করা হলে এক দফা আন্দোলনের হুমকি দেন তাঁরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা।
এ সময় ইতিহাস বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘সিন্ডিকেট থেকে অভিযুক্তদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিছু ত্রুটি রয়েছে। সেটা দূর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে অছাত্ররা হলে বসবাস করছে। তাদের বিতাড়িত করা ছাড়া কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন অতীতের মতো টালবাহানা করলে আমরা একদফা আন্দোলনে যাব।’
ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী বলেন, ‘রাষ্ট্রীয় আইনে ধর্ষক মোস্তাফিজুর রহমানের সর্বোচ্চ বিচার চাই। পাশাপাশি ধর্ষককে পালিয়ে যেতে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহায়তা করে থাকলে তদন্তসাপেক্ষে তাঁদের বিচার চাই। ধর্ষকদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমরা জাগ্রত থাকব।’
মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাসিবুর রহমান বলেন, ‘ধর্ষক কিন্তু একদিনে তৈরি হয় না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন ধর্ষক তৈরি হয়। একজন ছাত্রের ধর্ষক বা নিপীড়ক তৈরির প্রক্রিয়া শুরু হয় গণরুমে প্রবেশের মধ্য দিয়ে। গণরুমের পরিবেশ তার পড়াশোনাকে ধ্বংস করে দেয়। ফলে সে চরম হতাশার মধ্য দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে ৷ যার চূড়ান্ত পরিণতি ঘটে ধর্ষণ, খুন, ছিনতাইয়ের মাধ্যমে। তাই নিপীড়ক তৈরির প্রক্রিয়া বন্ধ করতে হবে।’
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘আমরা দুঃখিত, লজ্জিত ও ক্ষুব্ধ। কিছু কুলাঙ্গার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। বিশ্ববিদ্যালয়ে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।’
এর আগে বেলা ১১টায় একই দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সিনেটররা।
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন আবাসিক হলসংলগ্ন জঙ্গলে স্বামীকে জিম্মি করে বহিরাগত নারীকে ধর্ষণ করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে