Ajker Patrika

গাজীপুরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ৫

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২১: ৫১
গাজীপুরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ৫

ঢাকা-টাঙ্গাইল রেলসড়কে গাজীপুর মহানগরীর ভাগলপুর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে বসা পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন চাঁপাই মেইল সালনার ভাগলপুর লেভেল ক্রসিং এলাকায় পৌঁছালে একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের সামনে রেলিং পাশে থাকা পাঁচজন যাত্রী আহত হন। আহতের হাত ও পা বিভিন্ন স্থানে কেটে যায়। 

পরে ট্রেনটি না থেমে মৌচাক রেলস্টেশনে আসলে আহত যাত্রীদের নামানো হয়। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির খোঁজ পাওয়া যায়নি। 

মৌচাক রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চাঁপাইগামী লোকাল ট্রেন মৌচাক স্টেশনে এলে কয়েকজন আহত যাত্রী নামেন। শুনেছি সালনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে এবং রক্ত লেগে ছিল। লোকাল ট্রেনে যাত্রী বেশি থাকায় ট্রেনের সামনে উঠেছিলেন কিছু যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে একজনের পায়ের রগ কেটে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা শুনেছি। ট্রাকটি কীভাবে ওই সময় রেললাইনের ওপরে উঠেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত