Ajker Patrika

পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১২: ০৭
পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল-সংলগ্ন বড় পুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ সকালে গোদনাইল এলাকা থেকে মোবাইল ফোনে একজন থানায় খবর দেন এই বলে, পুকুরের পাশে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃতের দুই হাত ও দুই পা কাদায় মাখা ছিল। তাঁর গায়ে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড, তা এখনই বলতে পারছে না পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ‘ফিঙ্গার প্রিন্ট’ নেওয়ার কাজ চলছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত