Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক হলেন এস এম রাগীব সামাদ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক হলেন এস এম রাগীব সামাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। আজ সোমবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী (বিমানবাহিনী) নিয়ন্ত্রিত সংস্থাগুলোর নির্ধারিত পদে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের আবার নিজ নিজ বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই পরিবর্তনের ফলে বিদায়ী নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিমানবাহিনীতে ফিরে যাচ্ছেন। ২০২২ সালের ২৪ মার্চ তিনি শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালে তিনি যাত্রীবান্ধব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন, যার মধ্যে হেলপ ডেস্ক স্থাপন, ফ্যাসিলিটেশন প্রশিক্ষণ, নতুন ওয়েবসাইট চালু এবং হটলাইন সেবার মতো উদ্যোগ ছিল উল্লেখযোগ্য।

একই প্রজ্ঞাপনে আরও বেশ কিছু পরিবর্তনের কথা জানানো হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মোহাম্মদ মনিরুল ইসলামকে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি বিমানবাহিনীর এটিসি বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-ই-আলমকে বেবিচকের নতুন সদস্য (এটিএম) এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রুপ ক্যাপ্টেন মঞ্জুর-ই-আলমকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রকৌশল ও ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত