গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেললাইনে যেসব দুর্ঘটনা হয়েছে তার জন্য রেল দায়ী নয়। রেললাইনে কোনো দুর্ঘটনা হলে সেই দোষ রেলের ওপর চাপিয়ে দেওয়া হয়। কেউ এসে রেলের ওপর ধাক্কা খায়, তার দায়ও রেলের ওপর চাপিয়ে দেওয়া হয়। এটা ভুল ধারণা। রেল যখন চলাচল করে তখন তার দুপাশে রেল আইন অনুযায়ী ১৪৪ ধারা জারি করা থাকে।’
আজ সোমবার সকালে গোপালগঞ্জ রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘রেল তো তার নিজস্ব লাইনে চলাচল করে। রেল কাউকে ধাক্কা দিতে যায় না। অন্যরা রেলের ওপর এসে ধাক্কা খায়। আরেকজন এসে রেলে ধাক্কা খাবে, তার দায় রেলের ওপর দেবে এটা যুক্তিসংগত নয়। এসব জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। আর কোনো দুর্ঘটনা ও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। কিন্তু রেললাইনে যেসব দুর্ঘটনা ঘটেছে, সেগুলো রেলের দুর্ঘটনা নয়। রেলের দুর্ঘটনা সেটাই যদি রেল লাইনচ্যুত হয়। রেল রেলের পথ ছেড়ে কোনো বাড়িতে ঢুকে যায় বা অন্য রাস্তায় চলে যায় তাহলে সেটা হবে রেলের দুর্ঘটনা।’
মো. নূরুল ইসলাম সুজন, ‘রেলের যেসব গেট আছে সেগুলোর দায়িত্বে যাঁরা আছেন তাঁদের নিতে হবে। রাস্তা করেই খালাস হওয়া যাবে না, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। বাইরে থেকে যেন কোনো কিছু রেল চলাচলের পথকে অনিরাপদ করতে না পারে, সেদিকে খেয়াল করতে হবে।’
খুলনার সঙ্গে মোংলার রেল যোগাযোগ ছিল না। আগামী ডিসেম্বরের মধ্যে মোংলা পোর্টের সঙ্গে রেলযোগাযোগ স্থাপিত হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, রোলিং স্টকের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে জাদুঘরের উদ্বোধন করেন রেলমন্ত্রী। উদ্বোধনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেখানে সুরা ফাতিহা পাঠ, বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
গোপালগঞ্জে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেললাইনে যেসব দুর্ঘটনা হয়েছে তার জন্য রেল দায়ী নয়। রেললাইনে কোনো দুর্ঘটনা হলে সেই দোষ রেলের ওপর চাপিয়ে দেওয়া হয়। কেউ এসে রেলের ওপর ধাক্কা খায়, তার দায়ও রেলের ওপর চাপিয়ে দেওয়া হয়। এটা ভুল ধারণা। রেল যখন চলাচল করে তখন তার দুপাশে রেল আইন অনুযায়ী ১৪৪ ধারা জারি করা থাকে।’
আজ সোমবার সকালে গোপালগঞ্জ রেলস্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘রেল তো তার নিজস্ব লাইনে চলাচল করে। রেল কাউকে ধাক্কা দিতে যায় না। অন্যরা রেলের ওপর এসে ধাক্কা খায়। আরেকজন এসে রেলে ধাক্কা খাবে, তার দায় রেলের ওপর দেবে এটা যুক্তিসংগত নয়। এসব জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। আর কোনো দুর্ঘটনা ও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। কিন্তু রেললাইনে যেসব দুর্ঘটনা ঘটেছে, সেগুলো রেলের দুর্ঘটনা নয়। রেলের দুর্ঘটনা সেটাই যদি রেল লাইনচ্যুত হয়। রেল রেলের পথ ছেড়ে কোনো বাড়িতে ঢুকে যায় বা অন্য রাস্তায় চলে যায় তাহলে সেটা হবে রেলের দুর্ঘটনা।’
মো. নূরুল ইসলাম সুজন, ‘রেলের যেসব গেট আছে সেগুলোর দায়িত্বে যাঁরা আছেন তাঁদের নিতে হবে। রাস্তা করেই খালাস হওয়া যাবে না, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে। বাইরে থেকে যেন কোনো কিছু রেল চলাচলের পথকে অনিরাপদ করতে না পারে, সেদিকে খেয়াল করতে হবে।’
খুলনার সঙ্গে মোংলার রেল যোগাযোগ ছিল না। আগামী ডিসেম্বরের মধ্যে মোংলা পোর্টের সঙ্গে রেলযোগাযোগ স্থাপিত হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, রোলিং স্টকের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে জাদুঘরের উদ্বোধন করেন রেলমন্ত্রী। উদ্বোধনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেখানে সুরা ফাতিহা পাঠ, বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের রেলস্টেশনে শান্তিপূর্ণ অবস্থান ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
১ সেকেন্ড আগেময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
৩ মিনিট আগেট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল বুধবার এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
৯ মিনিট আগেলালমনিরহাটের দুই উপজেলার ওপর দিয়ে আকস্মিক শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
১১ মিনিট আগে