Ajker Patrika

ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মাদ ত্বকী হত্যা মামলার আরেক আসামি ইয়ার মোহাম্মদ পারভেজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়ার মোহাম্মদ পারভেজ চাষাঢ়া এলাকার আলী হোসেনের ছেলে।

র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলা তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে হাজতে পাঠিয়ে দেন।’

চলতি সেপ্টেম্বরে এই হত্যা মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন, সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ। তাঁদের মধ্যে কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত