Ajker Patrika

ঘিওরে মহাসড়ক ও ফুটপাত পরিষ্কারে শিক্ষার্থীদের অভিযান

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৪: ৫২
ঘিওরে মহাসড়ক ও ফুটপাত পরিষ্কারে শিক্ষার্থীদের অভিযান

মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাশের ফুটপাতের আবর্জনা অপসারণ কার্যক্রম চালিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, মহাসড়কের আশপাশের আগাছা ও সড়কের ডিভাইডারে থাকা ময়লা আবর্জনা জমে থাকায় গাড়ি চলাচল ও মানুষের চলাফেরা করতে সমস্যা হয়। তা ছাড়া স্থানীয় দোকানের আশপাশে প্লাস্টিক-জাতীয় বর্জ্য ফেলায় নোংরা হয়ে ছিল। সাধারণ মানুষের চলাচলে সুবিধাসহ এলাকার সৌন্দর্য রক্ষায় এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে রাস্তার ধারের পতিত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করা হয়, যা পরবর্তী সময়ে বাড়ানো হবে।

বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাবেয়া বশরী বলেন, তাঁদের প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘সামাজিক কাজ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানবীয় গুণাবলির বিকাশ ঘটে। আমরা চাই এলাকার ছাত্র সমাজ মাদকমুক্ত থাকুক, দেশ গঠনে কাজ করুক।’

ঘিওরে মহাসড়ক ও ফুটপাত পরিষ্কারে শিক্ষার্থীদের অভিযানশিক্ষার্থী ছোঁয়া, সবুজ, আন্নিছা, মরিয়ম আক্তার বলেন, ‘রাস্তার পাশ ও ডিভাইডার পরিষ্কার করেছি। রং-তুলির কাজ করা হবে। আমাদের এই স্থানে বৃক্ষরোপণের কথা রয়েছে। আমরা চাই, নতুন বাংলাদেশে সব শিক্ষার্থী উদ্যোগ নিতে শিখুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত