Ajker Patrika

পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স নেই, ৩ ফিলিং স্টেশনে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ২৭
পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স নেই, ৩ ফিলিং স্টেশনে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স না থাকায় তিন ফিলিং স্টেশকেে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে স্টেশনগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি উম্মে হাফসা নাদিয়া। তিনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাজীপুর-ইটাখোলা সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ওই সড়কের আজমতপুর চৌরাস্তা এলাকার মেসার্স জারিফ ফুয়েল স্টেশনের মালিক আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা, মেসার্স কে এন এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ২০ হাজার ও নরুন বাজারসংলগ্ন মদিনা এন্টারপ্রাইজের মালিক মো. ওয়ালী উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ফিলিং স্টেশনের মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত