Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। এ সময় প্রথম আলো বন্ধুসভার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

আজ শুক্রবার সকালে পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার এবং শামসকে মুক্তির দাবি জানান বক্তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ থেকে চলতি বছর পর্যন্ত ৫৭০টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর মধ্যে ১১০টি হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের রাজবাড়ী প্রতিনিধি শৈমিত্র শীল, অর্থ ও দপ্তর সম্পাদক ও চ‍্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস, স্থানীয় দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকির জাহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, ডিবিসি টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত