রাজবাড়ী প্রতিনিধি
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের পর আজ রোববার দুপুরের পর থেকে ভোগান্তিতে পড়তে হয় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে। হঠাৎ যানবাহনের চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। যানবাহনগুলোকে ফেরিতে উঠতে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সরেজমিনে আজ রোববার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে ফেরিঘাট এলাকায়। ঘাটের জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার এলাকায় রয়েছে যানবাহনের সারি। প্রতিটি যানবাহনকে ফেরিতে উঠতে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই ঘণ্টারও বেশি সময়। বৈরী আবহাওয়ায় ফেরি পারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের যাত্রী মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছি। কিন্তু ফেরি ঘাটে এসে ভোগান্তিতে পড়তে হবে ভাবিনি। ঘাট এলাকায় এসে দেখি গাড়ির লম্বা লাইন হয়ে আছে। কখন ফেরিতে উঠতে পারব জানি না।
আরেক যাত্রী নুরজাহান বেগম বলেন, কষ্টতো হচ্ছেই গাড়িতে বসে থাকতে। অনেক সময় হলো ঘাটে এসে বসে আছি। গাড়িতে বসে থেকে গরমও লাগছে। আমরা না হয় কষ্ট সহ্য করতে পারছি কিন্তু ছোট ছোট নাতি নাতনি তারাতো কান্না করছে বাস কেন যাচ্ছে না?
পূর্বাশা পরিবহনের যাত্রী মোহাম্মদ কাজল মোল্লা বলেন, পদ্মা সেতু চালুর পর এই প্রথম ফেরিঘাটে জ্যামে পড়লাম। গত এক বছরের মধ্যে ঘাটে এসে ফেরির জন্য বসে থাকতে হয় নাই। জ্যাম হলেও আমাদের কি করার আছে? অপেক্ষায় থাকি পদ্মা সেতু চালুর আগে যেমন আট নয় ঘণ্টা অপেক্ষা করতাম, এখন না হয় দুই তিন ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে।
সাকুরা পরিবহনের নারী যাত্রী নাসরিন আক্তার বলেন, প্রচন্ড গরম। মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি। এর মধ্যে অনেক সময় হলো ফেরি ঘাটে এসেছি। ফেরি অপেক্ষায় প্রায় ২ ঘণ্টা। শিশু বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে চরম দুর্ভোগ হচ্ছে। জানি না ফেরিতে কখন উঠতে পারবো।
সবুজ হাওলাদার বলেন, মোটরসাইকেলে ঢাকাতে যাচ্ছি। মাগুরা থেকে এসেছি। পথে কোনো ভোগান্তি নেই তবে মাঝে মধ্যে বৃষ্টি আসায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের ব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঈদের ছুটি শেষে যাত্রীবাহী পরিবহনের অতিরিক্ত চাপ রয়েছে। তবে যানবাহন নদী পারাপার করার জন্য সকল প্রকার প্রস্তুতি রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি রয়েছে। বর্তমান ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে ফেরির সংখ্যা বাড়ানো হবে।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের পর আজ রোববার দুপুরের পর থেকে ভোগান্তিতে পড়তে হয় দৌলতদিয়া ফেরি ঘাটে এসে। হঠাৎ যানবাহনের চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। যানবাহনগুলোকে ফেরিতে উঠতে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সরেজমিনে আজ রোববার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে ফেরিঘাট এলাকায়। ঘাটের জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার এলাকায় রয়েছে যানবাহনের সারি। প্রতিটি যানবাহনকে ফেরিতে উঠতে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই ঘণ্টারও বেশি সময়। বৈরী আবহাওয়ায় ফেরি পারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের যাত্রী মো. হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছি। কিন্তু ফেরি ঘাটে এসে ভোগান্তিতে পড়তে হবে ভাবিনি। ঘাট এলাকায় এসে দেখি গাড়ির লম্বা লাইন হয়ে আছে। কখন ফেরিতে উঠতে পারব জানি না।
আরেক যাত্রী নুরজাহান বেগম বলেন, কষ্টতো হচ্ছেই গাড়িতে বসে থাকতে। অনেক সময় হলো ঘাটে এসে বসে আছি। গাড়িতে বসে থেকে গরমও লাগছে। আমরা না হয় কষ্ট সহ্য করতে পারছি কিন্তু ছোট ছোট নাতি নাতনি তারাতো কান্না করছে বাস কেন যাচ্ছে না?
পূর্বাশা পরিবহনের যাত্রী মোহাম্মদ কাজল মোল্লা বলেন, পদ্মা সেতু চালুর পর এই প্রথম ফেরিঘাটে জ্যামে পড়লাম। গত এক বছরের মধ্যে ঘাটে এসে ফেরির জন্য বসে থাকতে হয় নাই। জ্যাম হলেও আমাদের কি করার আছে? অপেক্ষায় থাকি পদ্মা সেতু চালুর আগে যেমন আট নয় ঘণ্টা অপেক্ষা করতাম, এখন না হয় দুই তিন ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে।
সাকুরা পরিবহনের নারী যাত্রী নাসরিন আক্তার বলেন, প্রচন্ড গরম। মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি। এর মধ্যে অনেক সময় হলো ফেরি ঘাটে এসেছি। ফেরি অপেক্ষায় প্রায় ২ ঘণ্টা। শিশু বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে চরম দুর্ভোগ হচ্ছে। জানি না ফেরিতে কখন উঠতে পারবো।
সবুজ হাওলাদার বলেন, মোটরসাইকেলে ঢাকাতে যাচ্ছি। মাগুরা থেকে এসেছি। পথে কোনো ভোগান্তি নেই তবে মাঝে মধ্যে বৃষ্টি আসায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের ব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঈদের ছুটি শেষে যাত্রীবাহী পরিবহনের অতিরিক্ত চাপ রয়েছে। তবে যানবাহন নদী পারাপার করার জন্য সকল প্রকার প্রস্তুতি রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি রয়েছে। বর্তমান ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে ফেরির সংখ্যা বাড়ানো হবে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৫ মিনিট আগে