Ajker Patrika

শ্রমিকনেতা শহীদুল হত্যা: অক্সফামসহ তিন সংস্থার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০০: ৪৬
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা শহিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অক্সফাম, কর্মজীবী নারী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস)।

সোমবার অক্সফামের বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থা তিনটি মনে করে এই হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে শ্রম অধিকার আন্দোলনের কণ্ঠরোধের এক হীন প্রচেষ্টা এবং বাংলাদেশে শ্রমঘন পরিবেশে মানবাধিকার প্রতিষ্ঠার পথে এক বিরাট বাধা। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, ২৫ জুন সন্ধ্যায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের পোশাকশ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে যান শহীদুল ইসলাম। সেখান থেকে বেরিয়ে আসার পর কারখানাটির ম্যানেজার হানিফ ও তাঁর সহযোগীদের বাধার মুখে পড়েন শহীদুল ও তাঁর সঙ্গে থাকা আরও দুই শ্রমিক নেতা। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করে সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আখতার। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মাজহারুল, আকাশ ও রাসেল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গে যুক্ত।

মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। তবে মামলায় অভিযুক্ত তিনজন আসামি নির্দোষ বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত