Ajker Patrika

এমপিওভুক্তির দাবিতে রাজবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২: ৩৬
এমপিওভুক্তির দাবিতে রাজবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন

ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ও এমপিওভুক্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন অনার্স-মাস্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার সকালে জেলার প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী শাখার আয়োজনে মানববন্ধন করা হয়। এতে ডা. আবুল হোসেন কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩২ বছর ধরে ননএমপিও শিক্ষকেরা অবহেলিত। সরকার তাঁদের এমপিওভুক্ত করছে না। তাঁরা রাজধানী ঢাকায় এমপিওভুক্তির দাবিতে গেলে পুলিশ তাঁদের ওপর হামলা করে। এই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিওভুক্তির মাধ্যমে মর্যাদা দেওয়ার দাবি করেন ননএমপিও শিক্ষকেরা। 

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী শাখার সভাপতি শাহ্ মুজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক মো. কাওসার হামিদ, প্রভাষক মো. আলমগির হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত