Ajker Patrika

বাণিজ্য মেলায় শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২৩: ৩৩
বাণিজ্য মেলায় শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারীদের শ্লীলতাহানির অভিযোগে সোহেল (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মেলার নারীদের সামগ্রীর দোকান থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন মেলার দর্শনার্থীরা। সোহেল নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার বাসিন্দা। এ সময় তাঁর আরেক সহযোগী পালিয়ে যান। 

পুলিশ জানায়, সোহেল ও তাঁর সহযোগী নারীদের প্যাভিলিয়নে গিয়ে ভিড়ের মধ্যে নারীদের গায়ে হাত দিতেন। এক ভুক্তভোগী চিৎকার করলে তাঁকে উপস্থিত লোকজন ধরে পুলিশে সোপর্দ করেন। 

ডিএসবির পরিদর্শক শহীদুল ইসলাম খান বলেন, ‘সোহেলকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর এক সহযোগীকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত