Ajker Patrika

নারী সাংবাদিককে হয়রানির শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী সাংবাদিককে হয়রানির শাস্তির দাবি

একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগে দৈনিক সমকালের সাংবাদিক জাকির হোসেন ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি। 

বিভিন্ন মাধ্যমে নিজের দক্ষতায় নারীরা কাজ করছে জানিয়ে মানববন্ধনে সাংবাদিক রাজ্জানা সুলতানা বলেন, আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। জাকির হোসেন ইমন নির্বাচনে হারানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। কাল একই ঘটনা আপনাদের সঙ্গেও হতে পারে। নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে এখনো মানসিক, শারিরীক লাঞ্চনা সহ্য করতে হয়। তাই এই ঘটনার বিচার করতে হবে।

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য শাহীন আরা ইয়াসমিন বলেন, 'এই ধরণের ঘৃণ্য কাজ যেন আর কোন নারী সাংবাদিকের সঙ্গে না হয় এটা নিশ্চিত করতে হবে। জাকির হোসেন ইমনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।' 

সংগঠনটির দপ্তর সম্পাদক ফাতিমা মামুন জানান, যখনই মেয়েরা এগিয়ে যায় তখনই তার চরিত্র হননের চেষ্টা করা হয়। তিনি বলেন, 'নির্বাচনের সময় অপপ্রচার চালিয়ে নারী সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এভাবে চলতে থাকলে কোন নারী সাংবাদিকতা করতে পারবে না। আমরা নারীদের জন্য একটি সুস্থ পরিবেশ ও নিরাপদ কর্মক্ষেত্র চাই।' 

সাংবাদিক এস এম শামসুল হুদা বলেন, 'ইমন যে ন্যাক্কারজনক কাজ করেছে, যে অশ্লীল ভাষা ব্যবহার করেছে, ভুয়া আইডি খুলে হুমকি দিয়েছে তার যথাযথ বিচার হতে হবে।' এ সময় তিনি জাকির হোসেন ইমনের জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পদ বাতিল করার আহ্বান জানান। 

এরই মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সমকালের সাংবাদিক জাকির হোসেন ইমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৫ অক্টোবর তাঁকে রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বক্তারা জানান। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত