নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঠিকাদারের কাছ থেকে দরদাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুই প্রকৌশলীর বিরুদ্ধে। তাঁদের ঘুষের টাকা নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে ঘুষ নিতে দেখা গেছে। তাঁদের মধ্যে কাঞ্চন কুমার জেলা পরিষদে কর্মরত থাকলেও কয়েক দিন আগে বদলি হয়েছেন আব্দুল কুদ্দুস। ধারণা করা হচ্ছে, প্রকাশিত ভিডিওটি কয়েক মাস আগে ধারণ করা।
পাঁচ মিনিটের ভিডিওতে দেখা গেছে, ঠিকাদার ক্যামেরা চালু করে কাঞ্চন কুমারের কক্ষে প্রবেশ করেন। এর পরে কেউ চলে আসার আগেই কথাবার্তা শেষ করার প্রস্তাব দেন ঠিকাদার নিজেই। প্রস্তাবে সম্মতি দিয়ে কাঞ্চন কুমার ও আব্দুল কুদ্দুস ঘুষের বিভিন্ন অঙ্কের টাকার পরিমাণ নিয়ে দরাদরি শুরু করেন। বেশ কিছুক্ষণ দরদাম করার পর প্রকৌশলীদের চাহিদা মোতাবেক টাকা দেন ঠিকাদার।
জেলা পরিষদের একটি সূত্র জানায়, ‘ভিডিও ধারণ করা ওই ঠিকাদারের নাম জহির। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের ঘনিষ্ঠ অনুসারী। চেয়ারম্যানের সঙ্গে থাকার সুবাদে জেলা পরিষদের বিভিন্ন কাজ করে আসছেন।’
প্রকাশিত ভিডিওর বিষয়ে কাঞ্চন কুমার পালিতের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। কাঞ্চন কুমার পালিত এখনো কর্মরত আছেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে। তাঁকে বদলি করতে আমি ডিও লেটার পাঠিয়েছি অন্তত পাঁচ মাস আগে। কিন্তু তাঁকে বদলি করানো হচ্ছে না। আর আব্দুল কুদ্দুস কয়েক দিন আগেই বদলি হয়ে গেছেন। তাঁদের কারণে জেলা পরিষদের বদনাম হয়ে গেল। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে জানাব।’
ঠিকাদারের কাছ থেকে দরদাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুই প্রকৌশলীর বিরুদ্ধে। তাঁদের ঘুষের টাকা নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে ঘুষ নিতে দেখা গেছে। তাঁদের মধ্যে কাঞ্চন কুমার জেলা পরিষদে কর্মরত থাকলেও কয়েক দিন আগে বদলি হয়েছেন আব্দুল কুদ্দুস। ধারণা করা হচ্ছে, প্রকাশিত ভিডিওটি কয়েক মাস আগে ধারণ করা।
পাঁচ মিনিটের ভিডিওতে দেখা গেছে, ঠিকাদার ক্যামেরা চালু করে কাঞ্চন কুমারের কক্ষে প্রবেশ করেন। এর পরে কেউ চলে আসার আগেই কথাবার্তা শেষ করার প্রস্তাব দেন ঠিকাদার নিজেই। প্রস্তাবে সম্মতি দিয়ে কাঞ্চন কুমার ও আব্দুল কুদ্দুস ঘুষের বিভিন্ন অঙ্কের টাকার পরিমাণ নিয়ে দরাদরি শুরু করেন। বেশ কিছুক্ষণ দরদাম করার পর প্রকৌশলীদের চাহিদা মোতাবেক টাকা দেন ঠিকাদার।
জেলা পরিষদের একটি সূত্র জানায়, ‘ভিডিও ধারণ করা ওই ঠিকাদারের নাম জহির। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের ঘনিষ্ঠ অনুসারী। চেয়ারম্যানের সঙ্গে থাকার সুবাদে জেলা পরিষদের বিভিন্ন কাজ করে আসছেন।’
প্রকাশিত ভিডিওর বিষয়ে কাঞ্চন কুমার পালিতের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। কাঞ্চন কুমার পালিত এখনো কর্মরত আছেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে। তাঁকে বদলি করতে আমি ডিও লেটার পাঠিয়েছি অন্তত পাঁচ মাস আগে। কিন্তু তাঁকে বদলি করানো হচ্ছে না। আর আব্দুল কুদ্দুস কয়েক দিন আগেই বদলি হয়ে গেছেন। তাঁদের কারণে জেলা পরিষদের বদনাম হয়ে গেল। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে জানাব।’
আগুনে দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে প্রবল মানসিক ধাক্কাও সইতে হয়। শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতের মাত্রাটা বেশি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ বিমান ধসে আগুন ধরে যাওয়া, চোখের সামনে সহপাঠীদের...
৭ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৭ ঘণ্টা আগেমেঘনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সৈকতের বেশ কিছু অংশ। ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
৭ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটার এলাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারানোর পাশাপাশি অনেকে পঙ্গুত্ববরণ করছেন। গত ৭ মাসে মহাসড়কের এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
৮ ঘণ্টা আগে