সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় আর.কে গ্রুপ নামক প্রতিষ্ঠানের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকেরা আজ বৃহস্পতিবার এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকেরা প্রতিদিনের মতো আজ সকালে কাজে যোগ দিতে আসেন। তখন ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। একপর্যায়ে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করাতে রাজি নন। তাই কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। এরজন্য স্থায়ী বেতনের শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সামনে ঈদ। এর মধ্যে যদি বেতন বোনাস না পরিশোধ করে ছাঁটাই করে, তাহলে পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই বলে জানান ছাঁটাইয়ের শিকার শ্রমিকেরা।
এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করলেও থামেননি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
এ বিষয়ে আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় আর.কে গ্রুপ নামক প্রতিষ্ঠানের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকেরা আজ বৃহস্পতিবার এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকেরা প্রতিদিনের মতো আজ সকালে কাজে যোগ দিতে আসেন। তখন ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। একপর্যায়ে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকেরা। পাওনা পরিশোধ না করেই ঈদের আগে হঠাৎ শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আন্দোলনরত একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কারখানায় শ্রমিকদের দিয়ে কাজ করাতে রাজি নন। তাই কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। এরজন্য স্থায়ী বেতনের শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সামনে ঈদ। এর মধ্যে যদি বেতন বোনাস না পরিশোধ করে ছাঁটাই করে, তাহলে পরিবার পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই বলে জানান ছাঁটাইয়ের শিকার শ্রমিকেরা।
এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এ সময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করলেও থামেননি তারা। একপর্যায়ে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
এ বিষয়ে আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিল। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
১৭ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৩৯ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে