নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো এলাকায় ১০০ জন মদ পানের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে— অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২-এর এমন বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭- (২), (৪) ৯- (৩) এবং ১৫- (২) ক, চ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ রুল জারি করেন। আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে গত ২০ এপ্রিল ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মানুষ মদ খেয়ে মারা যায়। ২০২২ সালে করা বিধির কারণে মদ খাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হবে। যা আমাদের সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী, মদ কেনাবেচা, পান ও পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। ২১ বছর হলেই মিলবে মদপানের অনুমতি। এতে বলা হয়, কোনো ক্লাবের সদস্যদের মধ্যে ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে তাদের বার (পানশালা) স্থাপনের লাইসেন্স দেওয়া যাবে।
এতে আরও বলা হয়, বিধিমালার অধীনে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্লাব, ডিউটি ফ্রি শপ ও প্রকল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক বার স্থাপন লাইসেন্স দেওয়া যাবে। আর ক্লাব ও রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি করে আবার পাঁচ তারকা বা তার চেয়ে বেশি মানসম্পন্ন হলে সাতটিরও বেশি বারের লাইসেন্স দেওয়া যাবে।
কোনো এলাকায় ১০০ জন মদ পানের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে— অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২-এর এমন বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭- (২), (৪) ৯- (৩) এবং ১৫- (২) ক, চ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ রুল জারি করেন। আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে গত ২০ এপ্রিল ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মানুষ মদ খেয়ে মারা যায়। ২০২২ সালে করা বিধির কারণে মদ খাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হবে। যা আমাদের সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী, মদ কেনাবেচা, পান ও পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। ২১ বছর হলেই মিলবে মদপানের অনুমতি। এতে বলা হয়, কোনো ক্লাবের সদস্যদের মধ্যে ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে তাদের বার (পানশালা) স্থাপনের লাইসেন্স দেওয়া যাবে।
এতে আরও বলা হয়, বিধিমালার অধীনে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্লাব, ডিউটি ফ্রি শপ ও প্রকল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক বার স্থাপন লাইসেন্স দেওয়া যাবে। আর ক্লাব ও রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি করে আবার পাঁচ তারকা বা তার চেয়ে বেশি মানসম্পন্ন হলে সাতটিরও বেশি বারের লাইসেন্স দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে