Ajker Patrika

এ টি এম কামালের বাড়িতে পুলিশের তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২: ০৩
এ টি এম কামালের বাড়িতে পুলিশের তল্লাশি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে গণমাধ্যমের কাছে এ টি এম কামাল এই দাবি করেন। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না। 

গণমাধ্যমকর্মীদের কাছে এ টি এম কামাল বলেন, ‘একটু আগে খবর পেয়েছি আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগের দিন এভাবে তল্লাশি চালানো নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অন্তরায়। এর আগেও আমাদের একাধিক নেতা-কর্মী ও সমর্থকদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার আমার বাড়িতেও তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

এ টি এম কামালের ছেলে নাহিন মুজতবা বলেন, ‘বিকেলে আমাদের বাসার নিচতলায় স্থাপন করা নির্বাচনী ক্যাম্পে এসেছিল ডিবি ও পুলিশের ১০-১২ জন সদস্য। তারা এসে আমার বাবার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে পরে চলে গেছে। বাসার সবাই এখন আতঙ্কিত।’ 

এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের জানা নেই। আমাদের থানা থেকে এমন কোনো নির্দেশনা সদস্যদের দেওয়া হয়নি।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত