নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে মেহেদি হাসান সজীব (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।
নিহত সজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত সে। ওই ছাত্রীকে আবার সাকিব হাসান নামে আরেক শিক্ষার্থী প্রেম নিবেদন করে আসছিল। এ নিয়ে সজীব ও সাকিবের বন্ধুদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।
হাতাহাতির জের ধরে দুপুরে কয়েক যুবক সজীবকে স্কুলের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সজীবের বন্ধুদের ওপর সাকিবের বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়। একপর্যায়ে সাকিবের বন্ধুরা কুপিয়ে হত্যা করে সজীবকে। আহত করে ইফতি, অনিক ও শিমুল নামে আরও তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ আবদুল আউয়াল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। প্রেমঘটিত বিষয়ে খুনের মতো ঘটনা লজ্জাজনক। যারা এ কাজ করেছে, আমরা প্রশাসনকে শক্ত হাতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘সজীবকে স্কুলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে মেহেদি হাসান সজীব (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।
নিহত সজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত সে। ওই ছাত্রীকে আবার সাকিব হাসান নামে আরেক শিক্ষার্থী প্রেম নিবেদন করে আসছিল। এ নিয়ে সজীব ও সাকিবের বন্ধুদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।
হাতাহাতির জের ধরে দুপুরে কয়েক যুবক সজীবকে স্কুলের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সজীবের বন্ধুদের ওপর সাকিবের বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়। একপর্যায়ে সাকিবের বন্ধুরা কুপিয়ে হত্যা করে সজীবকে। আহত করে ইফতি, অনিক ও শিমুল নামে আরও তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ আবদুল আউয়াল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। প্রেমঘটিত বিষয়ে খুনের মতো ঘটনা লজ্জাজনক। যারা এ কাজ করেছে, আমরা প্রশাসনকে শক্ত হাতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘সজীবকে স্কুলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩১ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৩৯ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে