Ajker Patrika

বড় ভাইদের সঙ্গে নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
Thumbnail image

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।  

আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। 

বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন। 

কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই। 

এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান। 

আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত