শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।
শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর আবিদ হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা মাদারীপুর সদরের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনা থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আবিদ হাসান।
আবিদ হাসান (৮) দক্ষিণ ভাষানচর গ্রামের মফিজুর রহমান শিকদার ও আসমা আক্তারের ছেলে। আবিদ আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বাবা মফিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক পরিচালিত গণশিক্ষার শিক্ষক ও মা আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই বোন এক ভাইয়ের মধ্যে আবিদ ছিল মেজো। সাঁতার জানত না আবিদ। তাই বাবা-মায়ের সম্মতিতে বাড়ির সমবয়সী ও বড় ভাইদের সঙ্গে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়। কথা ছিল বড় ভাইয়েরা সুন্দর মতো গোসল করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরবেন।
কিছুক্ষণ সাঁতার শিখিয়ে ও গোসল শেষ করে আবিদকে পাড়ে রেখে বালুবাহী জাহাজ থেকে লাফালাফি করতে মাঝ নদীতে চলে যান বড় ভাইয়েরা। এই ফাঁকে আবিদ আবার নদীতে নেমে তলিয়ে যায়, যা বড় ভাইয়েরা টের পাননি। তারা মাঝ নদী থেকে সাঁতার কেটে পাড়ে এসে দেখেন আবিদ নেই।
এ সময় তারা মনে করে ছিলেন আবিদ হয়তো বাড়ি চলে গেছে। তাই তারাও বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে আবিদকে না পেয়ে সবাই তার খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে দিনভর নদীতে অভিযান চালিয়ে আবিদকে খুঁজে না পেয়ে চলে যান।
আজ সকাল থেকে ট্রলার যোগে আবার আবিদকে খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারহাট বাজার আড়িয়ালখা ও কীর্তিনাশা নদীর মোহনায় আবিদের লাশ ভাসতে দেখেন স্বজনরা। আবিদের লাশ বিকেলে নিজ বাড়িতে দাফন করা হয়।
নাসির উদ্দিন বলেন, ‘আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন। আর সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল আয়ান খান (১২) ও রাফসি (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’
১৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদ থেকে মুকিত আহমদ (১৮) নাম এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করে।
২০ মিনিট আগেসান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহূর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং দিয়ে দ্রুত পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে
২২ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
২৪ মিনিট আগে