নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটিতে রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। নাগরিক কোলাহল ও কর্মব্যস্ত জীবন থেকে একটু প্রশান্তি পেতে মানুষ ঘুরতে বের হয়েছেন। কেউ সপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছেন। অন্যান্য দিনের তুলনায় আজ রোববার ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর সংখ্যা বেশি। হাতিরঝিলের চারপাশের সড়কে খুব একটা গাড়ির চাপ নেই। ফলে মানুষজন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন।
হাতিরঝিল এলাকা ঘুরে দেখা যায়, কেউ বসে গল্প করছেন। কেউ তুলছেন ছবি। কেউ আবার মেতেছেন আড্ডায়। চারদিকে ছুটির আমেজ। অনেকে সন্তানকে নিয়ে এসেছেন হাতিরঝিল লেকে। বোট চালিয়ে তারা আনন্দে সময় কাটাচ্ছেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় বাঁশির বিমোহিত সুর বাজছে। যা অনেক দর্শনার্থী শুনে আনন্দ পাচ্ছেন। তাছাড়া বাচ্চারা নানা ধরনের খেলনা বেলুন নিয়ে মজা করছে। সব মিলিয়ে ঈদের ছুটিতে একটি উৎসবের আমেজ বিরাজ করছে হাতিরঝিলে। আগামীকাল হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এখানকার বিভিন্ন দোকানিরা।
জাবির আল আহসান ঈদের পর্যাপ্ত ছুটি না পাওয়ায় গ্রামের বাড়ি গাইবান্ধায় যাননি। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় ঈদ করছেন। আজ ঈদের দিন তিনি পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি বেসরকারি একটি হাসপাতালে কাজ করি। আজ ঈদের দিন ছুটি পেয়েছি। কাল থেকে অফিস করতে হবে। যেহেতু গ্রামে যাওয়া হয়নি তাই পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি হাতিরঝিলে। হাতিরঝিলে ঘুরতে এসে ভালোই লাগছে তবে পরিবার নিয়ে গ্রামে যেতে পারলে আরও বেশি ভালো লাগত।’
ইজাজুল হক নামের এক তরুণ বলেন, ‘আমরা পাঁচ বন্ধু সবাই ঢাকায় থাকি। বন্ধুরা সবাই মিলে একসঙ্গে হয়ে আড্ডা দিচ্ছি। অন্যান্য সময় যানজটসহ নানান কারণে এক জায়গায় হওয়া হয় না। ঈদের ছুটিতে এখন রাস্তাঘাট ফাঁকা তাই খুব সহজেই এখানে আসতে পেরেছি এবং আড্ডা দিচ্ছি।’
বাচ্চাদের খেলার জন্য গ্যাস বেলুন বিক্রি করছেন মো. ইমরান হোসেন। স্বল্প আয়ের মানুষ তাই ঈদে গ্রামে যেতে পারেননি তিনি। বাড়তি আয় করার জন্যই গ্যাস বেলুন বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মাছ, হাতি, পুতুলসহ নানা ধরনের গ্যাস বেলুন বিক্রি করছি। প্রতিটি গ্যাস বেলুন ৫০ টাকা করে। ঈদের প্রথম দিনে বেচাবিক্রি মোটামুটি ভালো। সবাই কোরবানি দিয়েছে আজ খুব একটা মানুষ ঘুরতে আসছে না। কাল আরও বেশি ভিড় বাড়বে তখন বেচা বিক্রিও বাড়বে।’
ঈদের ছুটিতে রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। নাগরিক কোলাহল ও কর্মব্যস্ত জীবন থেকে একটু প্রশান্তি পেতে মানুষ ঘুরতে বের হয়েছেন। কেউ সপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছেন। অন্যান্য দিনের তুলনায় আজ রোববার ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর সংখ্যা বেশি। হাতিরঝিলের চারপাশের সড়কে খুব একটা গাড়ির চাপ নেই। ফলে মানুষজন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন।
হাতিরঝিল এলাকা ঘুরে দেখা যায়, কেউ বসে গল্প করছেন। কেউ তুলছেন ছবি। কেউ আবার মেতেছেন আড্ডায়। চারদিকে ছুটির আমেজ। অনেকে সন্তানকে নিয়ে এসেছেন হাতিরঝিল লেকে। বোট চালিয়ে তারা আনন্দে সময় কাটাচ্ছেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় বাঁশির বিমোহিত সুর বাজছে। যা অনেক দর্শনার্থী শুনে আনন্দ পাচ্ছেন। তাছাড়া বাচ্চারা নানা ধরনের খেলনা বেলুন নিয়ে মজা করছে। সব মিলিয়ে ঈদের ছুটিতে একটি উৎসবের আমেজ বিরাজ করছে হাতিরঝিলে। আগামীকাল হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এখানকার বিভিন্ন দোকানিরা।
জাবির আল আহসান ঈদের পর্যাপ্ত ছুটি না পাওয়ায় গ্রামের বাড়ি গাইবান্ধায় যাননি। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় ঈদ করছেন। আজ ঈদের দিন তিনি পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি বেসরকারি একটি হাসপাতালে কাজ করি। আজ ঈদের দিন ছুটি পেয়েছি। কাল থেকে অফিস করতে হবে। যেহেতু গ্রামে যাওয়া হয়নি তাই পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি হাতিরঝিলে। হাতিরঝিলে ঘুরতে এসে ভালোই লাগছে তবে পরিবার নিয়ে গ্রামে যেতে পারলে আরও বেশি ভালো লাগত।’
ইজাজুল হক নামের এক তরুণ বলেন, ‘আমরা পাঁচ বন্ধু সবাই ঢাকায় থাকি। বন্ধুরা সবাই মিলে একসঙ্গে হয়ে আড্ডা দিচ্ছি। অন্যান্য সময় যানজটসহ নানান কারণে এক জায়গায় হওয়া হয় না। ঈদের ছুটিতে এখন রাস্তাঘাট ফাঁকা তাই খুব সহজেই এখানে আসতে পেরেছি এবং আড্ডা দিচ্ছি।’
বাচ্চাদের খেলার জন্য গ্যাস বেলুন বিক্রি করছেন মো. ইমরান হোসেন। স্বল্প আয়ের মানুষ তাই ঈদে গ্রামে যেতে পারেননি তিনি। বাড়তি আয় করার জন্যই গ্যাস বেলুন বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মাছ, হাতি, পুতুলসহ নানা ধরনের গ্যাস বেলুন বিক্রি করছি। প্রতিটি গ্যাস বেলুন ৫০ টাকা করে। ঈদের প্রথম দিনে বেচাবিক্রি মোটামুটি ভালো। সবাই কোরবানি দিয়েছে আজ খুব একটা মানুষ ঘুরতে আসছে না। কাল আরও বেশি ভিড় বাড়বে তখন বেচা বিক্রিও বাড়বে।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৪ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৪ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১৭ মিনিট আগে