নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’
স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি।
বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে