Ajker Patrika

‘অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে দুর্যোগ ঝুঁকি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২০: ৪৬
‘অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে দুর্যোগ ঝুঁকি’

বিশ্বব্যাপী অপরিকল্পিত নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ—দুটোই বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ আর মানবসৃষ্ট দুর্ভোগে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শহরকে রক্ষা করতে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই।

আজ শনিবার রাজধানীর বাংলামোটর বিআইপি মিলনায়তনে ‘বৈশ্বিকভাবে শিখুন, স্থানীয় পর্যায়ে প্রয়োগ করুন: বাংলাদেশ পরিকল্পনা পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ আনিসুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে অনেক শহর রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরগুলোতে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা দেখা দিচ্ছে। এই চিত্রটা দিন দিন বাড়ছে। ১৯০০ সাল থেকে যদি আমরা বৈশ্বিক নগরায়ণ দেখি, তাহলে দেখা যায়, নগরায়ণ বেড়েছে, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও অনেক বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের নগরায়ণ ও উন্নয়ন টেকসই পর্যায়ে থাকবে না।’ 

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অধিকাংশ খাল বেদখল হয়ে গেছে। জলাধার ও খালি জায়গাগুলো নানাভাবে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এখন হাতিরঝিলে রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এত সুন্দর হাতিরঝিলে চিটাগাং রোডের সব গাড়ি নামিয়ে দেবেন? আমরা এ এক্সপ্রেসওয়ে হাতিরঝিলে নামতে দেব না।’ 

মেয়র আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যদি অপরিকল্পিত কাজ করে, তাহলে সাধারণ লোকজন কী করবে।’ 

সেমিনারে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. গোলাম রহমান, ইউএন-হ্যাবিটেট বাংলাদেশের কারিগরি উপদেষ্টা প্রিয়াঙ্কা কোচার, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রমুখ। 

বিশ্ব নগর-পরিকল্পনা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ইউএন-হ্যাবিটেট এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত