Ajker Patrika

বাচসাস-এর নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতিবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাচসাস-এর নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতিবস্থা জারি

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যনির্বাহী পরিষদের আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনী কর্মকান্ডের ওপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার চতুর্থ সিনিয়র সহকারী জজ তানিয়া শাম্মী এই নির্দেশ দেন।

বাচসাসের সদস্য ও দৈনিক আমাদের সময়ের সহ-সম্পাদক মো. জাহিদ হাসানের অস্থায়ী নিষেধাজ্ঞাতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনী তফসিলের ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

বাদীর আইনজীবী দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আগামী ২২ আগস্ট পর্যন্ত আদালত স্থিতিবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন। অন্যপক্ষের যাদের ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন-প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার, নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ ও নির্বাচন কমিশনার আবুল হোসেন মজুমদার। আইনজীবী বলেন, স্থিতিবস্থা বজায় রাখার এই নির্দেশের ফলে আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। 

বাচসাসের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী ভোটার তালিকায় অনিয়ম, বিভিন্ন গড়মিল ও সমিতির সদস্য না হওয়া সত্বেও ভোটার তালিকায় নাম থাকা এসব চ্যালেঞ্জ করে নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার এই আবেদন জানান জাহিদ হাসান।

গত ২৮ জুলাই তিনজন নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকেই। বাদী জাহিদ হাসান নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা বাতিল চেয়ে গত ১১ আগস্ট এই মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত