ঢাবি প্রতিনিধি
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার মান আরও নিচে নেমে আসতে পারে। নওগাঁর মানুষ যত দিন বেঁচে আছে, কোনোভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
নোমান আহমেদ বলেন, ‘নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে বেশি ধান ও আম উৎপাদন হয়। এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন, কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেবেন না, এটা আমরা হতে দেব না। ৫ আগস্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।’
সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, ‘যে উদ্দেশ্যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সাধন হচ্ছে না। মনে হচ্ছে, আমরা আবার বৈষম্যের মধ্যে প্রবেশ করেছি। মানুষের মৌলিক অধিকার সরকারের কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।’
সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এত বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই নয় যে, আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কীভাবে এটাকে আধুনিকায়ন করা যায়, সেটা নিয়ে কাজ করুন।’
অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে, এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাসের হারে শীর্ষে, তা কীভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে, স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসা হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার মান আরও নিচে নেমে আসতে পারে। নওগাঁর মানুষ যত দিন বেঁচে আছে, কোনোভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
নোমান আহমেদ বলেন, ‘নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে বেশি ধান ও আম উৎপাদন হয়। এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন, কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেবেন না, এটা আমরা হতে দেব না। ৫ আগস্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।’
সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, ‘যে উদ্দেশ্যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সাধন হচ্ছে না। মনে হচ্ছে, আমরা আবার বৈষম্যের মধ্যে প্রবেশ করেছি। মানুষের মৌলিক অধিকার সরকারের কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।’
সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এত বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই নয় যে, আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কীভাবে এটাকে আধুনিকায়ন করা যায়, সেটা নিয়ে কাজ করুন।’
অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে, এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাসের হারে শীর্ষে, তা কীভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে, স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসা হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
৩ ঘণ্টা আগেনিজের সম্বন্ধী আর বন্ধুবান্ধব ছাড়া কাউকেই চিনছেন না রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। দরপত্রের প্রক্রিয়ার গোপন দর ফাঁস করে তিনি তাঁদের লাখ লাখ টাকার কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অন্য কোনো ঠিকাদার কাজ পাচ্ছেন না। বঞ্চিত ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ...
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ...
৪ ঘণ্টা আগে