ঢাবি প্রতিনিধি
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার মান আরও নিচে নেমে আসতে পারে। নওগাঁর মানুষ যত দিন বেঁচে আছে, কোনোভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
নোমান আহমেদ বলেন, ‘নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে বেশি ধান ও আম উৎপাদন হয়। এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন, কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেবেন না, এটা আমরা হতে দেব না। ৫ আগস্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।’
সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, ‘যে উদ্দেশ্যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সাধন হচ্ছে না। মনে হচ্ছে, আমরা আবার বৈষম্যের মধ্যে প্রবেশ করেছি। মানুষের মৌলিক অধিকার সরকারের কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।’
সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এত বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই নয় যে, আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কীভাবে এটাকে আধুনিকায়ন করা যায়, সেটা নিয়ে কাজ করুন।’
অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে, এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাসের হারে শীর্ষে, তা কীভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে, স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসা হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলার শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। এর ফলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার মান আরও নিচে নেমে আসতে পারে। নওগাঁর মানুষ যত দিন বেঁচে আছে, কোনোভাবেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
নোমান আহমেদ বলেন, ‘নওগাঁর মাটি অনেক উর্বর। এখানে সবচেয়ে বেশি ধান ও আম উৎপাদন হয়। এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। নওগাঁ থেকে আপনারা সবকিছু নিয়ে আসবেন, কিন্তু কোনো সুযোগ-সুবিধা দেবেন না, এটা আমরা হতে দেব না। ৫ আগস্টের মাধ্যমে আমরা লড়াই করা শিখে গেছি। এর ফলাফল কখনো ভালো হবে না।’
সংগঠনের সাবেক সদস্য কায়েস বলেন, ‘যে উদ্দেশ্যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সাধন হচ্ছে না। মনে হচ্ছে, আমরা আবার বৈষম্যের মধ্যে প্রবেশ করেছি। মানুষের মৌলিক অধিকার সরকারের কর্ণপাতের মধ্যে পড়ে না। আপনারা এ অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসুন।’
সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের লোকজন অন্যান্য এলাকার লোকজনের মতো এত বেশি ঢাকা শহরে নেই। তার মানে এই নয় যে, আমাদের অবজ্ঞা করবেন। আমরা বুকের তাজা রক্ত দিতে জানি। এই মেডিকেল অপসারণ না করে কীভাবে এটাকে আধুনিকায়ন করা যায়, সেটা নিয়ে কাজ করুন।’
অ্যাসোসিয়েশনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার কারণ হিসেবে বলা হচ্ছে, এটা মানহীন। রাজশাহী বিভাগে যে মেডিকেল কলেজ পাসের হারে শীর্ষে, তা কীভাবে মানহীন হয়? আরও বলা হচ্ছে, স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস দিতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। যদি নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে না আসা হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে তাদের পেশী দেখায়। পুলিশ ভূমিকা পালন করতে পারে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দিতে পারছে না।’
১৮ মিনিট আগেসিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী হত্যা মামলায় আজ বুধবার এনায়েতপুর আমলি আদালতের বিচারক বুলবুল আহম্মেদ এই আদেশ দেন।
৩১ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।
৩৩ মিনিট আগেরাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন।
৩৪ মিনিট আগে