নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের আশপাশের সব আবাসিক হোটেল ওমেসগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
বিশেষ এই অনুষ্ঠানকে ঘিরে কোনো হুমকি আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্দিষ্ট কোনো হুমকি বা আশঙ্কা নেই। তবে বিশ্বব্যাপী ও দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, সেসব বিষয় মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। জঙ্গি তৎপরতার ব্যাপারে আমরা কখনোই নিশ্চিত হতে পারি না এবং আমরা নিরাপদ আছি—এটাও বলা যায় না। জঙ্গিরা সব সময়ই উৎসবগুলোতে হামলার জন্য ওত পেতে থাকে। সুযোগ পেলেই তারা ছোবল দেওয়ার চেষ্টা করে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘গত সাত দিন ধরে আমাদের ভেন্যুর আশপাশের যতগুলো আবাসিক হোটেল ও মেস রয়েছে, সবগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। যাতে সন্ত্রাসী বা জঙ্গিরা আমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে আগে থেকেই ঢুকে পড়তে না পারে।’
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় কিছু বিশৃঙ্খলা হয়েছিল, এবার ভারতের রাষ্ট্রপতি আসছেন। এবার তেমন কোনো বিশৃঙ্খলার আশঙ্কা আছে কিনা, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এমন কোনো আশঙ্কা নেই। এই সফরে ভারতের রাষ্ট্রপতি অতি সম্মানের সঙ্গে আমাদের জাতীয় উৎসবে অংশ নেবেন এবং সম্মানের সঙ্গে ফিরে যাবেন বলে আমরা আশা করছি।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের আশপাশের সব আবাসিক হোটেল ওমেসগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
বিশেষ এই অনুষ্ঠানকে ঘিরে কোনো হুমকি আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্দিষ্ট কোনো হুমকি বা আশঙ্কা নেই। তবে বিশ্বব্যাপী ও দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, সেসব বিষয় মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। জঙ্গি তৎপরতার ব্যাপারে আমরা কখনোই নিশ্চিত হতে পারি না এবং আমরা নিরাপদ আছি—এটাও বলা যায় না। জঙ্গিরা সব সময়ই উৎসবগুলোতে হামলার জন্য ওত পেতে থাকে। সুযোগ পেলেই তারা ছোবল দেওয়ার চেষ্টা করে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘গত সাত দিন ধরে আমাদের ভেন্যুর আশপাশের যতগুলো আবাসিক হোটেল ও মেস রয়েছে, সবগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। যাতে সন্ত্রাসী বা জঙ্গিরা আমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে আগে থেকেই ঢুকে পড়তে না পারে।’
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় কিছু বিশৃঙ্খলা হয়েছিল, এবার ভারতের রাষ্ট্রপতি আসছেন। এবার তেমন কোনো বিশৃঙ্খলার আশঙ্কা আছে কিনা, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এমন কোনো আশঙ্কা নেই। এই সফরে ভারতের রাষ্ট্রপতি অতি সম্মানের সঙ্গে আমাদের জাতীয় উৎসবে অংশ নেবেন এবং সম্মানের সঙ্গে ফিরে যাবেন বলে আমরা আশা করছি।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
৪০ মিনিট আগেরাজশাহী নগরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিমন ঘোষ তুফান (২৪)। তিনি নগরের সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।
৪২ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছে। তারা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে