Ajker Patrika

নারী উদ্যোক্তাদের পদচারণায় মুখর ‘উই কালারফুল ফেস্ট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী উদ্যোক্তাদের পদচারণায় মুখর ‘উই কালারফুল ফেস্ট’

কেউ নিয়ে এসেছেন পিঠা, কেউ আবার পোশাক, গয়না, জামাকাপড়। আছে চা পাতা, মধু, স্যুভেনিরও। জিনিসগুলো নানান ধরনের, নানান রকমের হলেও একটা মিল আছে সবগুলোর সঙ্গেই, তা হলো এগুলো সবই হলো দেশীয় পণ্য। ‘উই কালারফুল ফেস্ট-২০২২ ’—এ নানা ধরনের দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। সেগুলো বিক্রিও হচ্ছে দেদারসে। শুধু বেচাকেনাই নয়, সঙ্গে চলছে নেটওয়ার্কিং। উদ্যোক্তারা একে অন্যের পণ্য সম্পর্কে জানছেন, কীভাবে সেগুলো আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনাও করছেন। 

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) আয়োজনে পঞ্চমবারের মতো বসেছে এই মেলা। আজ বুধবার দুপুরে রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমাদের ডিজিটাল কমার্স অনেকটাই এগিয়ে গেছে ৷ আমরা চিন্তাও করিনি এত তাড়াতাড়ি আমাদের ডিজিটাল কমার্সের প্রসার ঘটবে। করোনার বিপদের মধ্যে থেকেও এই সম্পদটুকু আমরা পেয়েছি। নারী উদ্যোক্তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।’ 

মেলা প্রসঙ্গে উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘এই ফেস্ট আমাদের নারী উদ্যোক্তাদের এক মিলনমেলা। ২০২০ সালের মার্চে উই’র সদস্য ছিল মাত্র ৩০ হাজার। সেপ্টেম্বর মাসে এসে এর নারী সদস্য এক লাখ ছাড়িয়ে যায়। আর এখন আমরা ১৩ লাখ নারীর সংগঠন।’ 

মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা তাসনিয়া আলম জানান, নিজের হাতে বানানো খাবার নিয়ে এসেছেন তিনি। সবাই যখন করোনায় মৃত্যুভয়ে অস্থির, তিনি তখন নিজের হাতে তৈরি খাদ্যসামগ্রীর মধ্যে খুঁজে পেয়েছিলেন নতুন করে বাঁচার শক্তি। 

এবারের উই কালারফুল ফেস্টে তাসনিয়ার মতোই ৮৮ জন নারী উদ্যোক্তা স্টল দিয়েছেন। মেলায় উই প্যাভিলিয়নে কো-ওয়ার্কিং স্পেস দ্য হাইভে রেজিস্ট্রেশন উইথ ক্যাশ পেমেন্টে ছাড় থাকছে। 

এ ছাড়া উদ্যোক্তারা তাদের স্টলে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছেন। উদ্যোক্তাদের শিশুদের জন্যও আছে চমৎকার আয়োজন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদের জন্য। নারী উদ্যোক্তাদের এই মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। মেলার সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত