Ajker Patrika

উল্টো পথে বাস-মোটরসাইকেল, দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
উল্টো পথে বাস-মোটরসাইকেল, দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

উল্টো পথে একটি বাস ও মোটরসাইকেল একই সঙ্গে আসছিল। এ সময় পেছন থেকে বাসের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধূলন্ডী এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী হলেন কুষ্টিয়ার চৌরহাস এলাকার মৃত ইছাক আলীর ছেলে মো. সাকিব হোসাইন (২৪)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শিবালয় উপজেলার বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল এবং বাসসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওসি জাকির ও স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে পাটুরিয়ার দিকে আসছিল পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল। ঘিওরের বড় ধূলন্ডী এলাকায় সড়ক বিভাজক সীমানার উল্টো পথে একই সঙ্গে চলছিল ওই বাস ও মোটরসাইকেলটি। এ সময় পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই সাকিব মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত