নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডার আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ে বকেয়া বেতন চাওয়ায় মোশারফ হোসেন (৪৮) নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ইস্টার্ন হাউজিং এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত মোশারফ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর পরিচিত মো. বিল্লাল হোসেন ও বাড্ডা থানা-পুলিশ।
বিল্লাল হোসেন জানান, ওই বাড়িটির নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর যাবৎ কাজ করে আসছিলেন মোশারফ। গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে তাঁর। সেই বেতনের টাকা চাইতে ফ্ল্যাট মালিক ফজলুল হকের চতুর্থ তলার ফ্ল্যাটে গেলে তিনি মোশারফের ওপর ক্ষিপ্ত হন। বাসার নিচে গিয়ে দাঁড়াতে বলে। পরে ফজলুল হক এবং তাঁর এক ভাতিজা রড, ধারালো অস্ত্র দিয়ে মোশারফের মাথায় ও পায়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে আহত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে তিনি মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ১০টি সেলাই পরেছে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্ল্যাট মালিক ফজলুল হক বলেন, ‘মোশারফের অভিযোগ সবই মিথ্যা। বরং গতকাল রাতেও গেটে তালা দিয়ে রেখেছিল, আমাকে বের হতে দেয়নি। আজকে সকালেও আমি যখন বের হতে যাই তখন গেটে তালা দিয়ে রাখে আমাকে বের হতে দেয়নি। একপর্যায়ে সে মাছ কাটার দা নিয়ে আসে আমাকে মারতে। তখন ধাক্কাধাক্কিতে সে পড়ে গেলে গেটের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথায় আঘাত পেয়েছে।’ কেন তাঁকে গেটে তালা দিয়ে বের হতে দেয়নি—সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনা আমরা শুনেছি। তবে কোনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার দায়ের হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
রাজধানীর বাড্ডার আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ে বকেয়া বেতন চাওয়ায় মোশারফ হোসেন (৪৮) নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ইস্টার্ন হাউজিং এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত মোশারফ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর পরিচিত মো. বিল্লাল হোসেন ও বাড্ডা থানা-পুলিশ।
বিল্লাল হোসেন জানান, ওই বাড়িটির নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর যাবৎ কাজ করে আসছিলেন মোশারফ। গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে তাঁর। সেই বেতনের টাকা চাইতে ফ্ল্যাট মালিক ফজলুল হকের চতুর্থ তলার ফ্ল্যাটে গেলে তিনি মোশারফের ওপর ক্ষিপ্ত হন। বাসার নিচে গিয়ে দাঁড়াতে বলে। পরে ফজলুল হক এবং তাঁর এক ভাতিজা রড, ধারালো অস্ত্র দিয়ে মোশারফের মাথায় ও পায়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে আহত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে তিনি মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ১০টি সেলাই পরেছে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্ল্যাট মালিক ফজলুল হক বলেন, ‘মোশারফের অভিযোগ সবই মিথ্যা। বরং গতকাল রাতেও গেটে তালা দিয়ে রেখেছিল, আমাকে বের হতে দেয়নি। আজকে সকালেও আমি যখন বের হতে যাই তখন গেটে তালা দিয়ে রাখে আমাকে বের হতে দেয়নি। একপর্যায়ে সে মাছ কাটার দা নিয়ে আসে আমাকে মারতে। তখন ধাক্কাধাক্কিতে সে পড়ে গেলে গেটের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথায় আঘাত পেয়েছে।’ কেন তাঁকে গেটে তালা দিয়ে বের হতে দেয়নি—সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনা আমরা শুনেছি। তবে কোনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার দায়ের হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে