Ajker Patrika

বাড্ডায় বকেয়া বেতন চাওয়ায় নিরাপত্তাকর্মীর মাথা ফাটিয়ে দিলেন মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড্ডায় বকেয়া বেতন চাওয়ায় নিরাপত্তাকর্মীর মাথা ফাটিয়ে দিলেন মালিক

রাজধানীর বাড্ডার আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ে বকেয়া বেতন চাওয়ায় মোশারফ হোসেন (৪৮) নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ইস্টার্ন হাউজিং এইচ ব্লকের ৫ নম্বর রোডের ৩০ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আহত মোশারফ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর পরিচিত মো. বিল্লাল হোসেন ও বাড্ডা থানা-পুলিশ। 

বিল্লাল হোসেন জানান, ওই বাড়িটির নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর যাবৎ কাজ করে আসছিলেন মোশারফ। গত কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে তাঁর। সেই বেতনের টাকা চাইতে ফ্ল্যাট মালিক ফজলুল হকের চতুর্থ তলার ফ্ল্যাটে গেলে তিনি মোশারফের ওপর ক্ষিপ্ত হন। বাসার নিচে গিয়ে দাঁড়াতে বলে। পরে ফজলুল হক এবং তাঁর এক ভাতিজা রড, ধারালো অস্ত্র দিয়ে মোশারফের মাথায় ও পায়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে আহত অবস্থায় ফেলে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে তিনি মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ১০টি সেলাই পরেছে চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশ তদন্ত করছে। 

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফ্ল্যাট মালিক ফজলুল হক বলেন, ‘মোশারফের অভিযোগ সবই মিথ্যা। বরং গতকাল রাতেও গেটে তালা দিয়ে রেখেছিল, আমাকে বের হতে দেয়নি। আজকে সকালেও আমি যখন বের হতে যাই তখন গেটে তালা দিয়ে রাখে আমাকে বের হতে দেয়নি। একপর্যায়ে সে মাছ কাটার দা নিয়ে আসে আমাকে মারতে। তখন ধাক্কাধাক্কিতে সে পড়ে গেলে গেটের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাথায় আঘাত পেয়েছে।’ কেন তাঁকে গেটে তালা দিয়ে বের হতে দেয়নি—সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। 

ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসীন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি ঘটনা আমরা শুনেছি। তবে কোনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার দায়ের হলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত